ভালোবাসা দিবসের নাটকে তিশা-রিয়াজ

Home Page » বিনোদন » ভালোবাসা দিবসের নাটকে তিশা-রিয়াজ
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০১৪



indjjkex.jpg

বঙ্গ-নিউজ:বিনোদন রিপোর্ট:সকাল আহমেদের নির্দেশনায় আসছে ভালোবাসা দিবস উপলক্ষে একটি নাটকে কাজ করেছেন তিশা। নাটকের নাম ‘তুমি আছো তুমি নাই’। নাটকটি রচনা করেছেন লিটু সাখাওয়াত। পরিচালক জানান সম্পূর্ণ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে রিয়াজ-তিশাকে নিয়ে ‘তুমি আছো তুমি নাই’ নাটকটি। আবারো তিশার সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় প্রসঙ্গে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক রিয়াজ বলেন, ‘তিশার সঙ্গে একের পর এক নাটকে কাজ করে বলা যায় একধরনের জুটিই তৈরি হয়ে গেছে। সকালের নির্দেশনায় আমরা যে ক’টি কাজ করেছি প্রতিটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। নতুন নাটকটিরও গল্প বেশ ভালো। আশাকরি ভালো লাগবে দর্শকের।’ নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘রিয়াজ ভাইকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এত বড় মাপের একজন শিল্পী তিনি, অথচ কত বিনয়ী। সত্যিই তার সঙ্গে করা কাজগুলো আমার জন্য নতুন নতুন অভিজ্ঞতা। পরিচালক সকাল আহমেদের প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে রিয়াজ ভাইয়ের সঙ্গে বেশ ক’টি কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।’ সকাল আহমেদ জানান আসছে ভালোবাসা দিবসে রিয়াজ তিশার নতুন এ নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এর আগে সকাল আহমেদের পরিচালনায় রিয়াজ তিশা অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘বাজি’, ‘৭২ কাকরাইল’ ও কাল পূর্ণিমা। সকাল আহমেদের নির্দেশনায় রিয়াজ অভিনীত অন্য দুটো উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘দ্বিধা’ ও ‘গল্পটি গল্প ছিল না’। একই পরিচালকের নির্দেশনায় তিশা অভিনয় করেছেন আনিসুল হকের গল্পে ‘খেয়া’ ধারাবাহিক নাটকে নাম ভূমিকায়।

বাংলাদেশ সময়: ০:৩২:৪৩   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ