এবার দুদকেও ভুয়া মুক্তিযোদ্ধা!

Home Page » জাতীয় » এবার দুদকেও ভুয়া মুক্তিযোদ্ধা!
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০১৪



untitled-70_93776_0.jpg

বঙ্গ-নিউজ:এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক কামরুল হোসেন মোল্লাসহ সংস্থার নয় কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মঙ্গলবার কমিশনের মাসিক সভায় এ সিদ্ধান্ত হয়।
হকিকত জাহান হকি

এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক কামরুল হোসেন মোল্লাসহ সংস্থার নয় কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মঙ্গলবার কমিশনের মাসিক সভায় এ সিদ্ধান্ত হয়। দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সভাপতিত্বে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু ও ড. নাসির উদ্দীন আহমেদ।দুদকেও ভুয়া মুক্তিযোদ্ধা!

সূত্র জানায়, সভায় উপপরিচালক জুলফিকার আলীর নেতৃত্বে দুই সদস্যের টিম গঠন করে নয়জনের সনদ যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগির তারা অনুসন্ধান কাজ শুরু করবেন। সম্প্রতি দুদকের অনুসন্ধান ও সুপারিশ অনুযায়ী জনপ্রশাসনের চার সচিবসহ পাঁচজনের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলের পর এবার দুদক নিজের ঘরে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। দুদক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু সমকালকে বলেন, দুদকে কর্মরত কর্মকর্তাদের মধ্যে যারা নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করে সনদ নিয়ে চাকরির মেয়াদ বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করেছেন, তাদের সনদের সত্যতা যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের কোনো কর্মকর্তা ভুয়া মুক্তিযোদ্ধা সনদবলে চাকরির মেয়াদ বাড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক ইতস্তত করবে না।

মুক্তিযোদ্ধা সনদ গ্রহণকারীর মধ্যে রয়েছেন_ পরিচালক গোলাম ইয়াহিয়া, আবদুল আজিজ ভূঁইয়া, উপপরিচালক ঢালী আবদুুস সামাদ, এস এম গোলাম মাওলা সিদ্দিকী ও সাবেক উপপরিচালক রঞ্জন কুমার মজুমদার। এ ছাড়া তিন কর্মচারী হলেন_ সহকারী পরিদর্শক আবদুুস সোবহান, কোর্ট সহকারী (এএসআই) নুরুল ইসলাম ও ইসহাক ফকির।

দুদক সূত্র জানায়, আইন বিভাগের মহাপরিচালক কামরুল হোসেন মোল্লা ও পরিচালক গোলাম ইয়াহিয়া অসত্য তথ্য প্রদান করে জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করেছেন বলে প্রাথমিক প্রমাণাদি পাওয়া গেছে। এর মধ্যে গোলাম ইয়াহিয়া চাকরির প্রচলিত বয়সসীমা শেষে মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের দেওয়া সুবিধা অনুযায়ী এক বছর অতিরিক্ত সময় চাকরি করেছেন। পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া দুদককে জানিয়েছেন, তিনি চাকরিতে যোগদানের সময় ফরমে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেওয়া-না দেওয়ার কোনো কলাম ছিল না। তিনি প্রচলিত বয়সসীমার ভেতরে চাকরি করছেন।সূত্র জানায়, সব মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরে মুক্তিযোদ্ধা সনদধারীদের চিহ্নিত করতে এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে নামের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। ওই সার্কুলারের আলোকে গতকাল কমিশনের মাসিক সভায় সংস্থার অভ্যন্তরের জাল সনদধারীদের চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০:০৪:০০   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ