নতুন গান নিয়ে আসছি

Home Page » বিনোদন » নতুন গান নিয়ে আসছি
বুধবার, ২২ অক্টোবর ২০১৪



tapu_bg_331014591.jpg

বঙ্গ-নিউজ:তপু। কণ্ঠশিল্পী ও অভিনেতা। সম্প্রতি প্রকাশিত ‘কেয়া পাতার নৌকো’ মিশ্র অ্যালবামে গান করেছেন তিনি। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য বিষয়ে কথা হয় তার সঙ্গে_

* অনেক দিন কোনো অ্যালবাম নেই, কারণ কী?
একটা, দুটো গানের কথা লিখছি, তাতে সুর সংযোজন করছি। কোনো সময় তা ভালো লাগছে। আবার মনে হচ্ছে_ না গীতিকথার বিষয়টি পাল্টাতে হবে। সুরের ক্ষেত্রে মাঝে মাঝে মনে হয়, মুখরা ঠিক আছে, অন্তরা মনের মতো হচ্ছে না। এভাবেই গান নিয়ে চলছে কাটাকুটি খেলা। এ কারণে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করতে যে ক’টি গান দরকার তা এখনও জমা করতে পারিনি। এদিকে সময়ও অনেকটা ব্যয় হয়েছে, তাই সঙ্গীতাঙ্গনেও একটা বিরতি পড়েছে। তবে ভক্ত-শ্রোতাদের বলব নিরাশ হওয়ার কিছু নেই, চতুর্থ একক অ্যালবামের কাজ করছি। শিগগির এ আয়োজন নিয়ে তাদের সামনে হাজির হব।
* কেমন হবে এবারের অ্যালবাম আয়োজন?
নিজস্বতাকে বিসর্জন দিতে চাই না। এ কারণে মেলোডি প্রধান গান দিয়েই পুরো আয়োজন সাজাব। গানের কথায় খানিকটা নতুন মাত্রা যোগ করতে চাই। এ কারণে আলোচিত কম্পোজারদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে।
*’কেয়া পাতার নৌকো’ নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?
এ অ্যালবামে ‘কেয়া পাতা’ ও ‘ভালো আছি’ শিরোনামের দুটি গান করেছি। এতে আমার সহশিল্পী ছিলেন ন্যান্সি। অনেকেই গান দুটো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নিজের কথা ও সুর ছাড়া গান করে অভ্যস্ত নই। ব্যতিক্রম কেবল প্রিন্স মাহমুদের ক্ষেত্রে। তার কথা, সুর এক কথায় তুলনাহীন।
*আপনার ব্যান্ড ‘যাত্রী’ কি এখনও সক্রিয় আছে?
কেবল স্টেজ শো ছাড়া যাত্রী নিয়ে নতুন কোনো আয়োজন করা হয়নি। এ কারণেই ব্যান্ডটির কথা অনেকের স্মরণে নেই। ইচ্ছা আছে একক অ্যালবামের কাজ শেষ হলে ব্যান্ডের দ্বিতীয় আয়োজন শুরু করার।
*অভিনয়ে আবার কবে দেখা যাবে?
এটা অনিশ্চিত বিষয়। অভিনয় আমার শখ, নেশা নয়। ভিন্নধর্মী কাজের সুযোগ পেলে আবার আমাকে অভিনেতা হিসেবে দেখা যাবে।
*কেমন চলছে দ্বিতীয় জীবন?
সবার দোয়ায় আমার সংসার জীবনটা সুখেই কাটছে। প্রতিটি কাজেই আমার স্ত্রীর উৎসাহ ও সহযোগিতা পাচ্ছি। এর বেশি আর কী চাওয়ার আছে বলুন? এ কারণে আমার প্রাপ্তির হিসাবটা একেবারেই শূন্য নয়।
হ রাসেল আজাদ বিদ্যুৎ

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩৪   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ