শেরেবাংলা থানার এসআই আটক, ওসি প্রত্যাহার

Home Page » জাতীয় » শেরেবাংলা থানার এসআই আটক, ওসি প্রত্যাহার
বুধবার, ২২ অক্টোবর ২০১৪



80050_dmp-logo.jpgবঙ্গ-নিউজ ডটকমঃরাজধানীর শেরেবাংলা নগর থানার তালতলায় ‘বন্দুকযুদ্ধ সাজিয়ে’ সিএনজি চালক শাহ আলমকে গুলি করার ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে সংশ্লিষ্ট থানায় দায়িত্বপালনরত অবস্থায় আনোয়ারকে আটক করে একই থানার পুলিশ। একই একইসাথে এ ঘটনায় পরোক্ষভাবে জড়িত সন্দেহে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিনকে প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, এসআই আনোয়ারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিএনজি চালক শাহ আলমের পায়ে গুলির পর গ্রেফতার প্রসঙ্গে পুলিশের ভাষ্য ছিল, রোববার রাতে এক অভিযানে তালতলাতে ছিনতাই করাকালে শাহ আলমসহ কয়েকজন সন্ত্রাসীকে আটকের চেষ্টা করলে তাদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধে দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে পারলেও শাহ আলমকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক করে পুলিশ।

অন্যদিকে এ সব অভিযোগ অস্বীকার করে শাহ আলমের পরিবার দাবি করে আসছিল, পূর্বশত্রুতা ও পরকীয়ার জের ধরে মিথ্যা মামলা দিয়ে শাহ আলমকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনার পুরোটাই নাটক।

এ ঘটনার পরিপ্রেেিত এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সোমবার শাহ আলম, কালাম, সিদ্দিকসহ আরো অজ্ঞাত তিন-চারজনের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র মামলা করেন।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, রোববার রাত দেড়টার দিকে তাকে ফোন করে জানানো হয় যে একজন সন্ত্রাসী অস্ত্রসহ ধরা পড়েছে। তাকে গ্রেফতারের সময় পুলিশের সাথে গোলাগুলিতে ওই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। তখন তিনি (উপকমিশনার) বিধি মোতাবেক মামলা করে গুলিবিদ্ধ ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করতে বলেন। সোমবার সন্ধ্যায় তাকে একজন ফোন করে বলেন, এটি নিছক সন্ত্রাসী গ্রেফতারের ঘটনা নয়। এর পেছনে ব্যক্তিগত শত্রুতাও থাকতে পারে। এরপর তেজগাঁও বিভাগের একজন অতিরিক্ত উপকমিশনার ও একজন সহকারী কমিশনারকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৫০   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ