ফেসবুকে বন্ধুত্ব গড়ে তরুণীকে দেড়মাস আটকে রেখে ধর্ষণ

Home Page » সারাদেশ » ফেসবুকে বন্ধুত্ব গড়ে তরুণীকে দেড়মাস আটকে রেখে ধর্ষণ
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪



inde99999x.jpg

বঙ্গ-নিউজ:ফেসবুকে তো অনেকের সাথেই বন্ধুত্ব হয়। কিন্তু সেই বন্ধুত্বের পরিণতি এত ভয়াবহ হবে, সেটা নিশ্চয়ই ভাবেননি ১৭ বছরের এই তরুণী। ফেসবুকে বন্ধুত্ব গড়ার সুযোগে এই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে দেড়মাস আটকে রেখে ধর্ষণ করেছে ধর্ষক নাছির উদ্দিন(৫৫)। তরুণীর অভিভাবকদের সহায়তায় অবশেষে এই ফেসবুক প্রতারক ও ধর্ষককে গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ।
পুলিশ ও ধর্ষণের শিকার হওয়া তরুণীর ভাষ্যমতে, নাছির উদ্দিন কয়েকমাস আগে নিজেকে চট্টগ্রামের ধনাঢ্য ব্যক্তি ও তরুণ আইনজীবি পরিচয়ে ফেসবুকে ফেক আইডি খুলে। মিথ্যে পরিচয়ে রাউজান উপজেলার ১৭ বছর বয়সী এই তরুণীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে।
প্রতারক নাছির চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের একজন টেকনেশিয়ান। ফেসবুকে সে তরুণ বয়সের ছবি এবং নিজেকে ১৮ বছর বয়সী পরিচয় দিয়ে ওই তরুণীকে আকৃষ্ট করে। একপর্যায়ে দেখা করতে রাজি করায়। তরুণীটি গত ১২ সেপ্টেম্বর নিজ বাড়ির কাছাকাছি স্থানে সন্ধ্যার দিকে নাছির উদ্দিনের সাথে দেখা করতে সম্মত হয়।
নির্ধারিত দিনে নাছির উদ্দিনের মুখোমুখি হতেই ভুল ভাঙে তরুণীর। তাৎক্ষণিকভাবে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার উদ্যোগ নিতেই নাছির উদ্দিন তরুণীর মুখে রুমাল গুঁজে অজ্ঞান করে একটি সিএনজি অটোরিক্সায় তুলে অপহরণ করে। এরপর থেকে এই তরুণীকে একাধিক আবাসিক হোটেল ও কয়েকটি পৃথক বাসায় বন্দি রেখে ধর্ষণ ও যৌন নির্যাতন চালায়। এদিকে মেয়ের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে রাউজান থানায় একটি নিখোঁজ ডায়রিও করা হয়। কিন্তু সম্ভাব্য সব স্থানে খুঁজেও অভিভাকরা তরুণীর কোন সন্ধান পেতে ব্যর্থ হন।
এরমধ্যে ওই প্রতারকের কাছে বন্দি থাকা অবস্থায় তরুণী বেশ কয়েকবার পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। গত কয়েকদিন আগে তরুণীটি পালিয়ে আসার কৌশল হিসেবে নিজেকে মানসিক অসুস্থ হিসেবে অভিনয় শুরু করে। বন্দি থাকা বাসার সবকিছু ভাঙচুর করতে থাকলে নাছির তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখান থেকে কৌশলে পালিয়ে পরিবারের কাছে ফিরতে সক্ষম হয় তরুণী।
বাড়ি ফিরে ঘটনা খুলে বলে। গত সোমবার পরিবারের পরামর্শে ফাঁদ পেতে প্রতারক নাছির উদ্দিনকে তরুণীর বাড়ির কাছাকাছি এলাকায় ডেকে আনা হয়। এ সময় এলাকাবাসী তাকে আটক করে ব্যাপক গণপিটুনি দেয়। পরে তাকে রাউজান থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে নাছির উদ্দিন ওই তরুণীকে দেড়মাস ধরে আটকে রেখে যৌন নির্যাতনের কথা স্বীকার করেছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে নাছির জানান, তিনি প্রথম বিয়ে করেন ১৯৯১ সালে। ওই ঘরে ২০ বছর বয়সী কন্যা সন্তানকে বিয়ে দিয়েছেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন ৯৮ সালে। এই ঘরেও রয়েছে তার এক ছেলে, ২ মেয়ে। তিনি ২০ বছর ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন সদরঘাট মেমন হাসপাতালে মেডিকেল টেকনেশিয়ান হিসাবে কর্মরত রয়েছেন। পাশাপাশি এলএলবি পাশ করে চট্টগ্রাম আদালতে একজন সিনিয়র আইনজীবীর অধীনে আইন পেশায় নিয়োজিত আছেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৪১   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ