সিলেটে শিক্ষার্থী ও মাইক্রোবাস চালকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ

Home Page » সংবাদ শিরোনাম » সিলেটে শিক্ষার্থী ও মাইক্রোবাস চালকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪



somgor.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সিলেট সিটি কলেজ ছাত্রদের সঙ্গে মাইক্রোবাস চালকদের সংঘর্ষ হয়েছে। নগরীর মেন্দিবাগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে ১৮ জনকে আটক করা হয়।

সংঘর্ষে একজন পথচারি ও রিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ৫ ছাত্র গুরুতর আহত হয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের এক ছাত্র ও ছাত্রী সকালে আইন মহা বিদ্যালয় ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিল। এসময় ছাত্রীকে নিয়ে কলেজের অন্য ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

হাতাহাতির একপর্যায়ে তারা আইন মহাবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে চলে আসে। এসময় শিক্ষার্থীদের ছোঁড়া একটি ঢিল পাশ্ববর্তী ষ্ট্যান্ডে রাখা মাইক্রোবাসে পড়লে গাড়ির গ্লাস ভেঙে যায়।

এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা ছাত্রদের ধাওয়া করেন। এরই জের ধরে আইন মহা বিদ্যালয় সংলগ্ন মাইক্রোবাস ষ্ট্যান্ডে সিটি কলেজের ছাত্ররা ব্যাপক ভাঙচুর করে। শিক্ষার্থীরা হামলা চালিয়ে প্রায় ৩০টি কার-মাইক্রোবাস ভাঙচুর করেছে বলে দাবি শ্রমিকদের।

এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করলে সিটি কলেজের ছাত্ররা শ্রমিকদের ওপর হামলা করে। জবাবে শ্রমিকরাও পাল্টা হামলা চালায়। এসময় তারা আইন মহাবিদ্যালয় ক্যাম্পাস থেকে সিটি কলেজ ক্যাম্পাসে ইটপাটকেল ছুঁড়ে।

ত্রিমুখী এই সংঘর্ষ থামাতে পুলিশ প্রায় শতাধিক রাউণ্ড গুলি ছোঁড়ে এবং ঘটনাস্থল থেকে ১৮ জনকে আটক করা হয়েছে বলে বঙ্গনিউজকে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমত উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬:১৭:০৪   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ