শিরীন-সাবের বরণে জাতীয় সংসদ সেজেছে নবরূপে

Home Page » জাতীয় » শিরীন-সাবের বরণে জাতীয় সংসদ সেজেছে নবরূপে
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪



shirin_saber_684166555.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এর নবনির্বাচিত চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীকে বরণ করতে জাতীয় সংসদ সেজেছে নবরূপে।

তাদের আগমন উপলক্ষে শুক্রবার থেকেই পুরো সংসদ ভবন চত্বর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) তাদেরকে সংসদে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে এবং বুধবার (২২ অক্টোবর) এ দুই নেতাকে সংবর্ধনা দেওয়া হবে।

জাতীয় সংসদের ক্রিসেন্ট লেকসহ আশপাশের সকল স্থপনা ও গাছেই বিশেষ আলোকসজ্জা করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে চৌকস বাদক দল।

এদিকে দুই কীর্তিমানের সংবর্ধনা উপলক্ষে সংসদ ভবন আলোকসজ্জা ছাড়াও ওই এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সংসদ ভবন ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনী।

একমাত্র বৈধ পাসধারী ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অনুষ্ঠানস্থলের বাড়তি নিরাপত্তা হিসেবে শক্তিশালী আর্চওয়ে স্থাপন করা হচ্ছে। র‌্যাব-পুলিশসহ গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্যদের সমন্বয়ে পুরো এলাকায় গড়ে তোলা হয়েছে নিরাপত্তা ঘেরাটোপ।

আমন্ত্রিত অতিথিরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সেজন্য দক্ষিণ প্লাজার পিজিয়ন হলের গেটটিও খোলা রাখা হবে বলে জানা গেছে। এছাড়া তাদের জন্য গাড়ি পার্কিং ব্যবস্থাও করা হবে আলাদাভাবে।

ক্যামেরুনের রাজধানী ইয়াউনদে’তে গত ৯ অক্টোবর সিপিএ চেয়ারপার্সন পদে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন স্পিকার। তার প্রতিদ্বন্দ্বী পান ৬৭ ভোট। ৩ বছর মেয়াদি এই পদে বাংলাদেশের স্পিকারের প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্যারিবীয় অঞ্চলের কেইম্যান আইল্যান্ডসের স্পিকার জুলিয়ানা ও’কনর। ৩৫ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারপারসন পদে নির্বাচিত হন শিরীন শারমিন। নির্বাচনে কমনওয়েলথভূক্ত ৫৩টি সদস্য রাষ্ট্রের ১৭৫টি পার্লামেন্টের ৩২১ জন ভোটার ছিলেন। তবে ভোট দিয়েছেন ১৩৭ জন।

অন্যদিকে গত ১৬ অক্টোবর সাবের হোসেন চৌধুরী আইপিইউ’র প্রেসিডেন্ট নির্বাচিত হন। সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউ’র ১৩১তম সম্মেলনে অপর তিন প্রার্থীকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবের। নির্বাচনে তিনি পেয়েছেন ১৬৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অষ্ট্রেলিয়া পার্লামেন্টের স্পিকার ব্রনউইন বিশপ পেয়েছেন ৯৫ ভোট।

আইপিইউ নির্বাচনে সাবের হোসেন চৌধুরী ছাড়াও ইন্দোনেশিয়ার এমপি নুরহায়াতি আলী আসিগাফ, অস্ট্রেলীয় আইনসভার স্পিকার ব্রনউইন বিশপ ও মালদ্বীপের আইনসভার সাবেক স্পিকার আবদুল্লাহ শহীদ প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার আন্তর্জাতিক সংগঠন আইপিইউ। এটির যাত্রা শুরু হয় ১৮৮৯ সালে। সাবের হোসেন চৌধুরীও প্রথম বাংলাদেশি হিসেবে এ পদে নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:১৫   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ