ছাত্রদলের সবাই ছাত্রদের বাবা: হাছান মাহমুদ

Home Page » জাতীয় » ছাত্রদলের সবাই ছাত্রদের বাবা: হাছান মাহমুদ
সোমবার, ২০ অক্টোবর ২০১৪



hasan-mahamud.jpg

বঙ্গ-নিউজ:ছাত্রদলের নতুন কমিটির সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ছাত্রদলের নতুন কমিটিতে যারা পদ পেয়েছে এরা কেউ ছাত্র নয়, সবাই ছাত্রের বাবা। আমাদের ছাত্রলীগের একটি নিয়ম আছে ২৭ বছরের উপরে গেলে নেতৃত্বে আসতে পারে না। অথচ ছাত্রদলে যারা এসেছে সবার বয়স ৪০ বছরের উপরে।

সোমবার রাজধানীর সেগুন বাগিচায় বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি-বর্তমান সরকারের সফলতা ও বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্রদলের কমিটিতে যারা আছেন তাদের অধিকাংশের বিয়ে হয়ে গেছে এবং এরা সবাই ছাত্রদের বাবা। তাদের কমিটিতে রাখার মাধ্যমে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ম প্রমাণিত হয়েছে।

হাছান মাহমুদ বলেন, গতকাল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাদের ছাত্রদলের নেতারা তালাবদ্ধ করে রেখেছিল। আগামীতে যদি তারা সরকার পতনের আন্দোলনের নামে নামে কোন ধরনের নৈরাজ্য করে তাহলে দেশের মানুষ তাদের ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখবে।

এ সময় বিএনপি নেতাদের সমালোচনা করে সাবেক এ বনমন্ত্রী বলেন, যারা নিজেদের ঘরের ছেলেদের সামলাতে পারেন না, তারা কিভাবে দেশকে সামলাবে ।

বিএনপি আর ছাত্রদলকে ‘বিষধর সাপ’ বলে আখ্যায়িত করে হাছান মাহমুদ বলেন, বিএনপি ছাত্রদল যেকোন সময় ছোবল মারতে পারে। তাই দেশের মানুষকে এদের থেকে সাবধানে থাকতে হবে।

স্বাধীনতা পরিষদের ঢাকা মহানগর সভাপতি শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক, সভাপতি মো. জিন্নাত আলী খান জিন্না, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:২২   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ