স্বামীর সঙ্গে প্রেমিকা সেজে ছয় মাস ধরে প্রেম

Home Page » প্রথমপাতা » স্বামীর সঙ্গে প্রেমিকা সেজে ছয় মাস ধরে প্রেম
সোমবার, ২০ অক্টোবর ২০১৪



imayyyyyyyyges.jpg

বঙ্গ-নিউজ:একেই বলে একই অঙ্গে অনেক রূপ। নাগাল হারানো স্বামীর সঙ্গে প্রেমিকা সেজে ছয় মাস ধরে প্রেম চালিয়ে গেল দুই সন্তানের জননী। আর স্বামী তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি। স্ত্রীর প্রেমাভিনয় এতটাই নিখুঁত ছিল, ফোনের অপর প্রান্তে কন্ঠটি যে তার চেনা জগতের কারোর এমনটিও মনে হয়নি তার।

তাই ছয় মাস খাটুনির পর স্ত্রী তার অপরাধী স্বামীকে জালে আটকাতে সমর্থ হলেন এবং স্বামীকে পুলিশের হাতে তুলে দিলেন। ঘটনাটি বিহারের মুজফ্ফরপুর জেলার।

দুই মেয়েকে জন্ম দেওয়ায় চার বছর আগে তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন ওই স্বামী। সেই কারণেই তার নয়া রূপ। নয়া ফন্দি এঁটে স্বামীকে পুলিশের হাতে তুলে দেন তিনি।

পুলিশ জানায়, ২০০৯ সালে মুজাফ্ফরপুর জেলার সরৈযাগঞ্জ এলাকার ২২ বছরের পিঙ্কির সঙ্গে বিয়ে হয় অনিল অগ্নিহোত্রীর। বিয়ের এক বছর পর কন্যা সন্তানের জন্ম দিলে শ্বশুরবাড়ির লোকেদের ব্যবহার বদলে যায়। একবছর পর আবার গর্ভবতী হলে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এবারও সে কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু অনিল তাকে দেখতেও আসেনি। পিঙ্কি নিজে শ্বশুরবাড়ি ফিরে এলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়, পণের জন্য চাপ দেওয়া হয়।

উপায়হীন পিঙ্কি স্বামী নেপালে ব্যবসা করার কারণে শ্বশুরবাড়ি থেকে আইনানুগ ব্যবস্থা নিতে পারছিল না। বাপের বাড়ি ফিরে এসে আইনের শরণাপন্ন হয়। অনিলকে শাস্তি দিতে ধরার জন্য মনে মনে প্লান ঠিক করে পিঙ্কি।

ছয় মাস আগে একটি অচেনা নম্বর থেকে স্বামীকে ফোন করেন তিনি। তার গলার স্বর ধরতে পারেননি অনিল। এভাবে ছয় মাস ধরে অনিলের মনোরঞ্জন করতে থাকেন পিঙ্কি। অনিল তার প্রেমে পাগল হয়ে তার সঙ্গে দেখা করতে চান। পিঙ্কি সুযোগ বুঝে অনিলকে মুজফ্ফরপুরে ডেকে নিয়ে আসেন। সেখানে আসতেই অনিলকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত স্বামী অনিলের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৪৫   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ