৩ ছাত্রীর নায়িকা হওয়ার স্বপ্ন ভেঙে গেল

Home Page » প্রথমপাতা » ৩ ছাত্রীর নায়িকা হওয়ার স্বপ্ন ভেঙে গেল
সোমবার, ২০ অক্টোবর ২০১৪



82bc5d7e4af0d41ed17d15cc58f5dc04.jpg

বঙ্গ-নিউজ:২০ অক্টোবর- চলচ্চিত্রের নায়িকা হওয়ার স্বপ্ন বুকে নিয়ে স্কুল পালিয়ে ঢাকায় আসছিল তিন বন্ধবী। কিন্তু মাঝপথেই সে স্বপ্ন ভেস্তে গেছে। পুলিশ তাদের উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে পরিবারের কাছে। তাদের চোখে মুখে এখন স্বপ্ন হারানোর কষ্ট!
রোববার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে পুলিশ প্রথমে ওই তিন ছাত্রীকে আটক করে। পরে তাদের দেয়া ঠিকানা অনুযায়ী পরিবারের কাছে পৌছে দেয়।
আটক ছাত্রীরা হলো- পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের ময়নাল প্রমাণিকের মেয়ে মিম (১০), একই উপজেলার বেজপাচিহাটা গ্রামের লতিফ মৃধার মেয়ে লতা (১০) ও কুর্নিপাড়ার আলতাফ হোসেনের মেয়ে আতিকা (১১)। এরা সবাই হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ইমদাদুল হক জানান, দুপুরে অভিভাবকহীন অবস্থায় সাধারণ পোশাকের এক শিশুর সঙ্গে স্কুলের পোশাক পরা ২ শিশু হাটিকুমরুল গোলচত্বর এসে ঢাকাগামী বাসে উঠার চেষ্টা করে। গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা আটক করে থানায় নিয়ে আসে।
এরপর জিজ্ঞাসাবাদে তারা নায়িকা হওয়ার জন্য একাই ঢাকায় রওয়ানা দেয়ার কথা জানায়। তারা আরও জানায়, প্রথমে তারা ঢাকায় গিয়ে ৩-৪ মাস কাজ করে টাকা সংগ্রহ করবে। এরপর ভারতে গিয়ে নায়িকা হবে।
পরে তাদের কাছ থেকে তথ্য নিয়ে স্ব স্ব পরিবারে সংবাদ দেয়া হয়। এরপর শিশুদের স্বজনরা এলে বিকেলে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা গাজী নুরুল ইসলাম, হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম মিলে পরিবারের কাছে তাদের হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৩৩   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ