লতিফ সিদ্দিকী ইস্যুতে চরমোনাইর পীরের ইসলামী আন্দোলনের পণ্ড

Home Page » প্রথমপাতা » লতিফ সিদ্দিকী ইস্যুতে চরমোনাইর পীরের ইসলামী আন্দোলনের পণ্ড
সোমবার, ২০ অক্টোবর ২০১৪



inffydex.jpg

 বঙ্গ-নিউজ: সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ইস্যুতে চরমোনাইর পীরের ইসলামী আন্দোলনের মহাসমাবেশ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে বিশাল শোডাউন করার কথা ছিল দলটির। কিন্তু পুলিশি বাধায় তাদের নেতাকর্মীরা মাঠে নামতে পারেননি। সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে না পেরে বিকালে বায়তুল মোকাররমে বিক্ষোভের চেষ্টা করলে তাও পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশের তোপের মুখে একপর্যায়ে তাদের নেতাকর্মীরা পিছু হটে। পরে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশের ডাক দেয় দলটি। কিন্তু সেখানেও পুলিশি বাধার মুখে কর্মসূচি পালন করতে পারেনি তাদের নেতাকর্মীরা। বরং দিনভর পুলিশ অবরুদ্ধ করে রাখে দলটির কেন্দ্রীয় কার্যালয়।
এদিকে লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে ইসলামী আন্দোলনের কর্মসূচিতে পুলিশ বিনা কারণে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমরা শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু সরকার পুলিশ দিয়ে কর্মসূচি পণ্ড করে দিয়েছে। বায়তুল মোকাররমের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। আটক করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে।’ কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে সোমবার বিকালে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চরমোনাইর পীর এসব কথা বলেন। এ সময় তিনি লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে দলীয় কর্মসূচি চালিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ২২ অক্টোবর জেলা-জেলায় বিক্ষোভ, ৩১ অক্টোবর চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ, ১৪ নভেম্বর খুলনায় মহাসমাবেশ ও ২৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ।
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশি হামলায় কর্মসূচি পণ্ড হয়ে গেছে বলে চরমোনাইর পীর অভিযোগ করলেও ডিএমপি পুলিশের দাবি, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের কর্মসূচিতে পুলিশের অনুমতি ছিল না। এ কারণে তাদের মহাসমাবেশ করতে দেয়া হয়নি। কর্মসূচির নামে বায়তুল মোকাররম এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদের নেতাকর্মীরা।
ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আশরাফুজ্জামান সাংবাদিকদের জানান, ‘সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে না পেরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা রাজধানীর ব্যস্ততম এলাকা বায়তুল মোকাররমে জড়ো হয়ে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। তাদের কারণে জনমনেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১১:১৭   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ