চট্টগ্রাম আদালতে বোমা হামলার হুমকি দেয়ার ঘটনায় নাসির গ্রেপ্তার

Home Page » প্রথমপাতা » চট্টগ্রাম আদালতে বোমা হামলার হুমকি দেয়ার ঘটনায় নাসির গ্রেপ্তার
সোমবার, ২০ অক্টোবর ২০১৪



injhux1.jpg

বঙ্গ-নিউজ:চট্টগ্রাম আদালতে বোমা হামলার হুমকি দেয়ার ঘটনায় গ্রেপ্তার নাসির মোহাম্মদ ও তার শ্যালক সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।রোববার রাতে বন্দরনগরীর বাদুরতলা এলাকা থেকে নাসির ও সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম আদালতে পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দুই জনকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হলে বিচারক তিন দিনের হেফাজত মঞ্জুর করেন।

গ্রেপ্তারের পর চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নাসির বলেন, জমি সংক্রান্ত একটি মামলার রায় পক্ষে পেতেই গত ১৪ অক্টোবর মোবাইল ফোনে দুই আইনজীবীকে তিনি বোমা হামলা হবে বলে জানান।

গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা বলেন, “দীর্ঘদিন জমি সংক্রান্ত মামলা চালিয়ে দিশেহারা হয়ে নাসির এ ঘটনায় ঘটায়। তার কোনো জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যায়নি।”

বাদুরতলা এলাকার মৃত দোস্ত মোহাম্মদের ছেলে নাসির ওই এলাকাতেই মোবাইলে বিল রিচার্জের ব্যবসা করেন। তিনি বাদুরতলা এলাকার হারেজ শাহ মাজারের খাদেম বলেও জানিয়েছে পুলিশ।

নাছির বাদুরতলায় তার পৈত্রিক সম্পত্তি চার বছর আগে একটি ডেভেলপার প্রতিষ্ঠানকে দেন। ওই প্রতিষ্ঠান কাজ শুরুর আগেই জমির মালিকানা দাবি করে অন্য একজন মামলা করেন।

“এ কারণে ওই ডেভেলপার প্রতিষ্ঠান নাছিরের কাছে এক কোটি ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে। চার বছর ধরে মামলা চলার পরও সুরাহা না হওয়ায় দিশেহারা হয়ে নাছির এ কাজ করেন বলে দাবি করেছেন”, বলেন সন্তোষ।

১৪ অক্টোবর সকালে চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সদস্য মানস দাশের মোবাইলে ফোন করে জেএমবি পরিচয়ে আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেয়া হবে বলে জানান নাসির।

মানস দাশ বিষয়টি পুলিশ ও আইনজীবী সমিতির নেতাদের জানালে আদালত ভবন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

ওইদিন তল্লাশি চলাকালে আদালত এলাকায় প্রায় ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার হন ইলিয়াছ ভুঁইয়া নামের এক ব্যক্তি।

চট্টগ্রাম আদালত ভবন এলাকায় ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার শহীদুল ইসলাম মুরাদকে দিতে ওই টাকা নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন ইলিয়াছ। তার বিরুদ্ধেও একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৬:০৪   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ