নয়াপল্টনে মুখোমুখি হচ্ছে ছাত্রদলের দুইপক্ষ

Home Page » জাতীয় » নয়াপল্টনে মুখোমুখি হচ্ছে ছাত্রদলের দুইপক্ষ
রবিবার, ১৯ অক্টোবর ২০১৪



polton_bnp_office_bg_bangla_663542386.jpgবঙ্গ-নিউজ ডট কমঃজাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া পদবঞ্চিত নেতারা ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসাবে রাজধানীর নয়াপল্টনে রোববার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।এদিকে রোববার সকাল ১০টার দিকেই নবগঠিত কমিটির সভাপতি রাজীব আহসানের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আসে।

এ অবস্থায় নবগঠিত কমিটির নেতৃত্ব ও পদবঞ্চিত নেতাকর্মীরা নয়াপল্টনে মুখোমুখি হচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। উভয়পক্ষের নেতাকর্মীরাই সকাল থেকে নয়াপল্টনে আসছেন।

সম্ভাব্য সব ধরনের আশঙ্কাজনক পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যেই নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ১৪ অক্টোবর রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকেই শুরু হয় নতুন কমিটির বিক্ষোভ।

এরই ধারাবাহিকতায় নয়পল্টনের বিএনপি কার্যালয়ে অবস্থিত ছাত্রদলের দপ্তরে তালা দেয় বিক্ষুব্ধরা।
বেশ কয়েকজন বিএনপি নেতা দলীয় কার্যালয়ে এসে বিক্ষুব্ধদের তোপের মুখে পড়েন। এরই ধারাবাহিকতায় শনিবার সারাদিন নয়াপল্টনে অবস্থান, বিক্ষোভ ও মিছিল করেন পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকরা।

সেখানে একপর্যায়ে বিএনপির ছাত্র বিষয়ক ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও সুলতান সালাহউদ্দিন টুকুর কুশপুতুলও দাহ করা হয়েছে। তাদের অবাঞ্চিতও ঘোষণা করেছে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা।

এই অবস্থায় রোববার সেখানে টান টান উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৩:৩১:৫২   ৩৬২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ