বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত : প্রণব মুখোপাধ্যায়

Home Page » আজকের সকল পত্রিকা » বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত : প্রণব মুখোপাধ্যায়
রবিবার, ১৯ অক্টোবর ২০১৪



image_78448_0.jpgডেস্ক রিপোর্টঃভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ গুরুত্ব দেয়।

তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র। দুটি দেশের মধ্যে শুধুমাত্র সীমান্তই নেই, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যও রয়েছে।
আজ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর বলা হয়।
এতে বলা হয়, বাংলাদেশের একশ’ সদস্যের একটি তরুণ প্রতিনিধিদল নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বাংলাদেশের এই প্রতিনিধিদলটিকে স্বাগত জানিয়ে বলেন, তাঁর দেশের উদ্যোগে ভারতে এটি বাংলাদেশের তৃতীয় তরুণ প্রতিনিধিদলের সফর। গত দু’বছরে বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় দলের সঙ্গে মিলিত হতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
প্রণব মুখার্জী ভারত-বাংলাদেশ সম্পর্ক আরো জোরদার ও স্থায়ী করতে কাজ করার জন্য প্রতিনিধিদলের সদস্যদের প্রতি আহবান জানান। তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, তাঁর দেশ বাংলাদেশের জনগণের কল্যাণে সবসময়ে সহযোগিতার হাত সম্প্রসারিত করবে।
রাষ্ট্রপতি এই প্রতিনিধিদলের সফর আনন্দময় ও শিক্ষামূলক কামনা করেন।
ভারতের যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে ঢাকায় নিযুক্ত সে দেশের হাইকমিশন এবং বাংলাদেশ সরকার ভারতে এই তৃতীয় তরুণ প্রতিনিধিদলের সফরের আয়োজন করে।
আগামী ২০ অক্টোবর প্রতিনিধিদলটি দেশে ফিরে আসবে। দু’দেশের তরুণদের মধ্যে একটি সমঝোতা সেতু স্থাপনের প্রচেষ্টার অংশ হিসেবে ভারত সরকার এই কর্মসূচির আয়োজন করে।

বাংলাদেশ সময়: ৭:৩০:১৪   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ