ম্যাকডোনাল্ডসের কফিতে ইঁদুর!

Home Page » এক্সক্লুসিভ » ম্যাকডোনাল্ডসের কফিতে ইঁদুর!
শনিবার, ১৮ অক্টোবর ২০১৪



untitled_869193861.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ একের পর এক বিতর্কে যুক্তরাষ্ট্রভিত্তিক ফাস্টফুড সরবরাহকারী চেইন শপ ম্যাকডোনাল্ডসের ব্যবসা শিকোয় উঠতে যাওয়ার উপক্রম হয়েছে। পচা মাংস ও পাউরুটিতে ছত্রাক কেলেঙ্কারির ক্ষতে ‘ওষুধ’ দেওয়া শেষ না হতেই এবার নতুন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লো প্রতিষ্ঠানটি; ম্যাকডোনাল্ডসের কফিতে ইঁদুর পেয়েছেন এক কানাডিয়ান। এ নিয়ে পুরো কানাডাসহ বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, কানাডার নিউ ব্রুনসিক প্রদেশে রন মোরাইস নামে এক ব্যক্তি ম্যাকডোনাল্ডসের কফিতে মৃত ইঁদুর পেয়েছেন।

নিউ ম্যারিল্যান্ডের বাসিন্দা রন জানান, তিনি অফিসে যাওয়ার পথে নিকটস্থ একটি ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টে কফির অর্ডার দেন। কিন্তু তিনি লক্ষ্য করেন, কফির নিচে একটি মৃত ইঁদুর পড়ে রয়েছে।

পরে রন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে এ ঘটনা তদন্তের আশ্বাস দেওয়া হয়।

৫৭ বছর বয়সী রন প্রায় ‍অর্ধেক কফি পানের আগ পর্যন্তও বুঝতে পারেননি নিচে ইঁদুরটি পড়ে রয়েছে।

সম্প্রতি ভারতের এলাহাবাদে ম্যাকডোনাল্ডসের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এর ছত্রাকযুক্ত পাউরুটি জব্ধ করা হয়

সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, এলাহাবাদের সিভিল লাইন্সে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা যখন অভিযান চালান, তখন রেস্তোরাঁয় অনেকে ভোজনে ব্যস্ত ছিলেন। কিন্তু অভিযানের এক পর্যায়ে ছত্রাক জমে যাওয়া পাউরুটি বের করে আনতেই সবার মুখ থেকে যেন খাবার বেরিয়ে আসছিল।

চীনের একটি প্রতিষ্ঠান থেকে পচা মাংস কিনে সেসব দিয়ে পণ্য প্রস্তুত করে ভোক্তাদের সরবরাহ করায় গত ক’মাস আগে কেএফসি, পিৎজা হাটের মতো কড়া সমালোচনার মুখে পড়ে ম্যাকডোনাল্ডসও।

এরই মধ্যে গত ৮ আগস্ট আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে জানানো হয়, কেলেঙ্কারিতে জড়ানোর পর একমাসের মধ্যে ২ দশমিক ৫ শতাংশ ভোক্তা কমে গেছে ম্যাকডোনাল্ডসের।

মাত্র ত্রিশ দিনের মধ্যে আড়াই ভাগ ভোক্তা কমে যাওয়ার কারণ হিসেবে এই পচা মাংস কেলেঙ্কারি দৃশ্যত হলেও ম্যাকডোনাল্ডসের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি।

সম্প্রতি ‘প্রশাসনিক নিয়ম-নীতি’ লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার মস্কোতে ম্যাকডোনাল্ডসের চারটি রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়।

এমনতরো কেলেঙ্কারির জেরে ভোক্তা কমতে থাকলেও ম্যাকডোনাল্ডসের স্পষ্ট পদক্ষেপ চোখে পড়ছে না।

বাংলাদেশ সময়: ১৯:১০:১৫   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ