সরকার গণতন্ত্রে বিশ্বাসী না অভিযোগ করেছেন-অ্যাডভোকেট খোন্দকার মাহবুব

Home Page » প্রথমপাতা » সরকার গণতন্ত্রে বিশ্বাসী না অভিযোগ করেছেন-অ্যাডভোকেট খোন্দকার মাহবুব
শনিবার, ১৮ অক্টোবর ২০১৪



muktobanicom1408529453.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট খোন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেছেন, বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। পিয়াস করিমের মতো একজন উঁচু মানের রাজনৈতিক বিশ্লেষকের মরদেহ শহীদ মিনারে নিতে দেয়নি।

তিনি বলেন, নারায়ণগঞ্জ হচ্ছে, আন্দোলনের সূতিকাগার। পাকিস্তান আমল থেকে নারায়ণগঞ্জ থেকে সব আন্দোলনের সূত্রপাত হয়েছে। এ সরকার পতনের আন্দোলনও নারায়ণগঞ্জ থেকে শুরু হবে।

শনিবার দুপুর ১২টায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ৬২তম জন্মদিন উপলক্ষে শহরের মাসদাইর মজমুল মিলনায়তনে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৃষ্টি প্রতিবন্ধী বিএনএসবির-এর কাউন্সিলর আমির হোসেন।

তৈমুর আলম খন্দকারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ১০০ দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের প্রশংসা করে তিনি তার সাফল্য কামনা করেন।

প্রয়াত পিয়াস করিমকে নিয়ে রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, শহীদ মিনার নিয়ে সরকার তার পৃষ্ঠপোষকতায় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তার প্রতিবাদের ভাষা আমার জানা নেই।

তিনি বলেন, যে সরকার গুণীজনদের সম্মান জানাতে পারে না, সেই সরকারের এ ধরনের আচরণকে ঘৃণার সঙ্গে প্রতিবাদ জানাই। শহীদ মিনার ভাষা আন্দোলনের প্রতীক। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত শহীদ মিনারকে দলীয়ভাবে ব্যবহার করলে এর পরিণতি হবে ভয়াবহ। দেশের মানুষ এর জবাব দেবেই।

খোন্দকার মাহবুব হোসেন বলেন, ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে আমরা কোনো নির্বাচন মনে করি না। এই সরকার পুলিশ প্রশাসনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে। আমরা বিশ্বাস করি যে, বৈধ পন্থায় নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, তারাই দেশ পরিচালনা করবে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণ পদ্ধতিতে এগুচ্ছি। বেগম খালেদা জিয়াও বার বার বলেছেন, সরকার পতনের জন্য আন্দোলন করতে গেলে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। দেশে অর্থনৈতিক ধস নামবে। সরকার আর্ন্তজাতিকভাবে বন্ধুহীন হয়ে গেছে। এ সরকার অবৈধ সরকার।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির নেতা জান্নাতুল ফেরদৌস, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটি এম কামাল, যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হোসেন প্রধান, বন্দর থানা বিএনপির সভাপতি হাজী নুরুউদ্দিন, আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি নাছির হোসেন, মহানগর শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন, মহিলা দল নেত্রী রহিমা শরীফ মায়া, দিলারা মাসুদ ময়না, সাজেদা খাতুন মিতা, আক্তার হোসেন খোকন শাহ, ব্যারিস্টার মারইয়াম খন্দকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:১২   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ