না.গঞ্জে আ.লীগ-বিএনপি মধ্যে সংঘর্ষে আহত ১৫

Home Page » সংবাদ শিরোনাম » না.গঞ্জে আ.লীগ-বিএনপি মধ্যে সংঘর্ষে আহত ১৫
শনিবার, ১৮ অক্টোবর ২০১৪



songarso.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী গ্রামে সীমানা নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই দু’পক্ষের কয়েক দফা সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৩ রাউন্ড গুলিবর্ষণ করেছে। শুক্রবার দুপুর ৩টা হতে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বন্দর থানার ওসি পরিদর্শক (তদন্ত) মোকাররম হোসেন জানান, শুভকরদী গ্রামের আওয়ামী লীগ নেতা বনি আমিন ও বিএনপি নেতা আমিনুল ইসলামের দীর্ঘদিন ধরে জমির সীমানা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে দুপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় একটি মসজিদের ভেতরেও হামলার ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের এক এএসআই ও এক কনস্টেবল আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

স্থানীয় সূত্র জানান, শুক্রবার জুমার নামাজের পরেই বনি আমিন ও আমিনুল ইসলামের লোকজনদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ঘটে। পরে দুই পক্ষই লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে। বিকেলে দুই পক্ষের মধ্যে আবারো ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ওই সময়ে একটি মসজিদেও দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে পুলিশের এএসআই কামরুল ইসলাম, কনস্টেবল সোহেল, স্থানীয় একটি দৈনিকের সাংবাদিক জিএম মজনু, শাকির আহমেদ বাপ্পীসহ অন্তত ১৫জন আহত হয়েছে। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তাজিনুর বেগম (২৫), আফতুননেছা (৫৫), ইমন (২৬), রমিজা বেগম (৫০), বনি আমিন (৩২), আঁখিদা (৩৫), কাপাতুন (৪০) এর পরিচয় জানা গেছে। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেয়া হয়েছে।

সংঘর্ষ চলাকালে আশেপাশের বসতবাড়ি, দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। একটি সিএনজিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে সিএনজির আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ উভয় গ্রুপের ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো খবির উদ্দিন (৬০) মুরাদ (৪০) তাওলাদ (৩৫)।

বাংলাদেশ সময়: ০:০৪:৪০   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ