দুটি ম্যাচ না খেলেই সিরিজ জিতল ভারত

Home Page » ক্রিকেট » দুটি ম্যাচ না খেলেই সিরিজ জিতল ভারত
শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪



india_inner_653380551.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ চতুর্থ ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে হারাল স্বাগতিক ভারত। এ জয়ের ফলে দুটি ম্যাচ না খেলেই পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এ সিরিজ জিতে নিল মহেন্দ্র সিং ধোনির দল।

এতটুকু পড়ে পাঠকদের মনে খটকা লাগতে পারে। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডের পর ভারত কি করে ২-১ এ সিরিজ জিতে? প্রথম দুটি ম্যাচ ১-১ এ সমতা থাকলেও তৃতীয় ওয়ানডেটি ঘূর্ণিঝড় হুদহুদের কারণে পরিত্যক্ত হয়। আর চতুর্থ ওয়ানডের পরপরই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা নিজেদের এ সফর থেকে সরিয়ে নেয়।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে ঝামেলার দায়ে ভারত সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। সফরের বাকি একটি ওয়ানডে, একটি টি-২০ ম্যাচ এবং তিনটি টেস্ট খেলবে না তারা। ফলে শুক্রবার ধরমশালায় চতুর্থ ওয়ানডে-র পরেই দেশে ফিরে যাচ্ছেন ব্র্যাভোরা।

ধর্মশালার ব্যাটিং বান্ধব উইকেটে টস জিতে ক্যারিবীয় অধিনায়ক ডোয়াইন ব্রাভো ফিল্ডিং নিয়েছিলেন। আর সে সুযোগে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ৩৩০ রান। দলের হয়ে সর্বোচ্চ রান আসে তিন নম্বরে ব্যাটিং করতে নামা বিরাট কোহলির ব্যাট থেকে।

ডানহাতি ব্যাটসম্যান কোহলি রান আউট হওয়ার আগে করেন ১২৭ রান। ১১৪ বলের মারমুখি এ ইনিংস সাজাতে তিনি ১৩টি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকান। দ্বিতীয় সর্বোচ্চ ৭১ রান আসে সুরেশ রায়নার ব্যাট থেকে। রায়না তার ইনিংসটি সাজাতে খেলেন মাত্র ৫৮ বল। ৩টি চারের পাশাপাশি রায়না ৫টি ছয় মারেন।

এছাড়া ওপেনিংয়ে নামা অজিঙ্কা রাহানে করেন ৬৮ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন টেইলর, হোল্ডার, রাসেল ও বেন।

৩৩১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় এক রানে দ্বিতীয় ওভারেই ডোয়িইন স্মিথ সাজঘরে ফেরেন শুন্য রানে। তবে, দলকে জয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন মারলন স্যামুয়েলস। সফরের দ্বিতীয় শতক হাঁকানো স্যামুয়েলস এ ম্যাচে করেন ১১২ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ সামির বলে বোল্ড হওয়ার আগে তিনি ১০৬ বলে ৯টি চার আর ৬টি ছয় হাঁকান।

ওপেনিংয়ে নামা ব্রাভো করেন ৪০ রান। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে। মাত্র ২৩ বলে ৬টি চার আর ৩টি ছয়ে তিনি করেন ৪৬ রান।

৪৮.১ ওভার ব্যাট করে ক্যারিবীয়রা ২৭১ রান করতেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ভারতের হয়ে দুটি করে উইকেট পান ভুবেনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহাম্মদ সামি, আকসার প্যাটেল ও রবিন্দ্র জাদেজা।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৩৮   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ