সারদার অর্থ বাংলাদেশে স্থানান্তরের প্রমাণ পায়নি ভারতের সিবিআই

Home Page » জাতীয় » সারদার অর্থ বাংলাদেশে স্থানান্তরের প্রমাণ পায়নি ভারতের সিবিআই
শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪



hassan-imran-arrives-to-appear-before-the-ed.jpgবঙ্গ-নিউজ ডটকমঃভারতের বহুল আলোচিত সারদা চিট ফান্ডের অর্থ বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে পাচারের পক্ষে কোন প্রমাণ পায় নি ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই। তারা প্রয়োজনীয় তদন্ত শেষে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দিয়েছে।
বেশ কিছুদিন ধরে কোলকাতার একটি বিখ্যাত বাংলা দৈনিকসহ ভারতের বহু গণমাধ্যম ওই ফান্ডের অর্থ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে অস্থিতিশীল করতে সেদেশের জামায়াতে ইসলামীর কাছে পাঠানো হয়েছে বলে অভিযোগ করে যাচ্ছিল। তৃণমূল কংগ্রেস দলীয় নেতা ও রাজ্যসভার সদস্য আহমদ হাসান ইমরানের মাধ্যমে এ অর্থ স্থানান্তর হয় বলে অভিযোগ করা হয়।
এ অভিযোগের জের ধরে সিবিআই এ বিষয়ে তদন্ত করে। এরপর তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, সারদা গ্রুপের অর্থ বাংলাদেশে কোন সন্ত্রাসী গ্রুপের কাছে স্থানান্তরের কোন ইঙ্গিত পায় নি তারা। সিবিআই সূত্রগুলো বলেছে, তারা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি রিপোর্ট জমা দিয়েছেন। তাতে পরিষ্কার বলা হয়েছে, তারা বাংলাদেশে অর্থ স্থানান্তরের কোন প্রমাণ পান নি।ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে এ তদন্ত করে সিবিআই। এতে সংস্থাটি বলেছে, জামায়াতে ইসলামীসহ যে কোন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর কাছে অর্থ যাওয়ার কোন ঘটনা তাদের চোখে পড়ে নি। তবে এখনও তদন্ত চলছে। এ বিষয়ে এখনও চূড়ান্ত কিছু বলা যাবে না। এক কর্মকর্তা বলেছেন, ‘আন্তর্জাতিক সন্ত্রাসী যোগাযোগের সব বিষয়ে আমরা অবগত নই। আমাদের তদন্তে যা এখন পর্যন্ত পাওয়া গেছে তার সারসংক্ষেপ হলো এটা। আমরা যদি সন্দেহজনক কিছু পাই তাহলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবো।’ তবে তিনি দাবি করেছেন, এক্ষেত্রে তারা কিছু বাধার সম্মুখীন হয়েছেন। কারণ, সারদা গ্রুপের অফিস থেকে কিছু একাউন্ট বই সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে। সারদা গ্রুপ বলছে, খবর প্রকাশিত হওয়ার পর লোকজন তাদের অফিসে হামলা করে। সে সময় এমন ঘটনা ঘটে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ৯:৩২:৫৫   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ