‘স্বপ্ন দেখি এদেশ পোশাক শিল্পে শীর্ষ স্থানে যাবে’

Home Page » অর্থ ও বানিজ্য » ‘স্বপ্ন দেখি এদেশ পোশাক শিল্পে শীর্ষ স্থানে যাবে’
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০১৪



markin.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ আমার স্বপ্ন তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ বিশ্বের সব দেশের শীর্ষে অবস্থান করবে। আর অচিরেই এ খাতে বাংলাদেশ পৃথিবীর এক নম্বর দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে ব্র্যাক ইন সেন্টারে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও-এর আয়োজনে ‘তৈরি পোশাক খাতে কর্মস্থান সহযোহিতা’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি তার এ স্বপ্নের কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, সম্মানিত অতিথি ড্যান ডব্লিউ মজীনা, বিজিএমইএ আতিকুল ইসলাম, আইএলও-এর ডিরেক্টর শ্রী নিভাস রেড্ডি প্রমুখ।

এ সময় ড্যান ডব্লিউ মজীনা বলেন, আমার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে যদি এদেশে পোশাক শিল্পের মালিক, শ্রমিক ও সরকার একত্রে উদ্যোগ নেয় তো।

তিনি বলেন, পোশাক শিল্পে শ্রমিকের মৃত্যু ও কারখানা মালিকের সঙ্গে দ্বন্দ্বসহ নানান সমস্য এদেশের পোশাক খাতকে সংকুচিত করছে। যদি এ সমস্যাগুলো দূর করা যায় তা হলেই কেবল আমার স্বপ্ন বাস্তব হবে।

মজিনা বলেন, বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি চাহিদার ব্র্যান্ড হবে কিনা তা মূলত শ্রমিক ও ব্যবস্থাপকরা নির্ধারণ করবেন। এ বিষয়ে তাদের কোনো বন্ধু রাষ্ট্র সহায়তা করতে পারবে না।

আমি দেখতে চাই শ্রমিকরা কোনো হয়রানি ও ভীতিছাড়া সংগঠিত হচ্ছে, উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকরা আরো কর্মময় পরিবেশে কাজ করবে। তারা এগিয়ে গেলে এ দেশের পোশাক শিল্পও এগিয়ে যাবে।

এ সময় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল চুন্নু মজীনার বক্তব্য প্রসঙ্গে বলেন, ড্যান ডব্লিউ মজীনা ভালো রাজনৈতিকদের মতো বক্তব্য দিয়েছেন। বিদেশি বন্ধুরা আমাদের অনেক নসিয়ত দেন। কিন্তু তাদের দেশে কতগুলো ট্রেড ইউনিয়ন কাজ করছে এ খবর তারা দেন না।

প্রতিমন্ত্রী বলেন, আমেরিকা আমাদের চেয়ে ৫০ থেকে ৬০ গুণ বড় দেশ। বাংলাদেশ তার চেয়ে অতি ক্ষুদ্র দেশ হয়ে খাদ্য নিরাপত্তায় এগিয়ে রয়েছে। আমাদের সব মৌলিক চাহিদা পূরণ করে বাকি কাজ করতে হয়। সুতরাং এ নিয়ে এতো ভাবনার কিছু নেই। সবই হবে ধীরে ধীরে।

তিনি বলেন, এক সময় আমেরিকায় কালোদের কোনো অধিকার ছিল না। প্রায় ৫০ থেকে ৬০ বছর লেগেছে সে অধিকার প্রতিষ্ঠা করতে। আমাদের এ পোশাক শিল্পে অভিজ্ঞতা কম রয়েছে, মাত্র ২০ বছরের এ অভিজ্ঞতায় আমরা যা এগিয়েছি তা অনেক বড় অর্জন।

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, মালিক ও শ্রমিক যদি এক থাকে কেউ ‍আমাদের উন্নয়ন ব্যহত করতে পারবে না। মান সম্পন্ন ট্রেড ইউনিয়নের উদাহরণ দেখাতে পারলে অবশ্যই আমরা এ শিল্পে শীর্ষ অবস্থান পাবো।

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৪০   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ