এক চীনা নারীকে বিবস্ত্র করে পিটুনি, শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ

Home Page » এক্সক্লুসিভ » এক চীনা নারীকে বিবস্ত্র করে পিটুনি, শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪



1413210041633_image_galleryimage_pic_shows_lin_yao_li_who_.JPGবঙ্গ-নিউজ ডট কম: বিবাহিত পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ার জন্য চড়া মাসুল দিতে হলো এক চীনা নারীকে। প্রকাশ্যে নগ্ন করে তাকে বেধড়ক মারধর করা হলেও প্রতিবাদ করল না পথচলতি লোকজন। নিরুত্তাপ রইল পুলিশও।পূর্ব চীনের শহর পুয়াংয়ের ব্যস্ত রাস্তায় সম্প্রতি নিগ্রহের শিকার হন ৩৮ বছরের লিন ইয়াও লি। শপিং সেরে বাড়ি ফেরার পথে তার উপর চড়াও হন চার নারী। ভিড়ে ঠাসা রাস্তার ফুটপাথের উপর ফেলে চলল কিল-চড়-লাথির অবিরাম ধারা। এরপর তার পরনের পোশাক ছিঁড়ে দিয়ে সবার সামনে নগ্ন করা হল। তাতেও অবশ্য থামেনি প্রহার। শেষে মারের চোটে সংজ্ঞা হারালেন লি। আর তারপরই ক্ষান্ত দিলেন নিগ্রহকারীরা। ওই চার নারী চলে গেলে অ্যাম্বুলেন্স ডেকে লি-কে হাসপাতালে পাঠান স্থানীয় অধিবাসী জান ফেং। আপাতত মন ও শরীরে অগুনতি আঘাত নিয়ে সেখানে ভর্তি রয়েছেন লি।

আশ্চর্যের বিষয় হলো, প্রকাশ্যে এক মহিলাকে এ ভাবে হেনস্থা করলেও প্রহারকারী নারীদের বাধা দিতে আসেননি কেউ। পথচারীরা সব দেখেও নীরব থেকেছেন। লি- কে বাঁচাতে কেউ এগিয়ে যাননি। এমনকি, যে জান ফেং তাকে পরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন, তিনিও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি।

কিন্তু কেন?

আসলে পরকীয়া প্রেমে মজেছিলেন লিন ইয়াও লি। বিবাহিত পুরুষের ঘর ভাঙার চেষ্টার অভিযোগে তাকে শাস্তি দিয়েছেন তার প্রেমিকের স্ত্রী। তিন বন্ধুকে নিয়ে তাই লি-এর উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। চিনা সমাজ দ্বিচারিতায় জড়িয়ে পরা নারীকে কখনো সমর্থন করে না। এই কারণে ভরা বাজারে তাঁর শ্লীলতাহানি হলেও তা ন্যায়বিচার হিসেবেই দেখেছে মানুষ, বাধা দিতে যায়নি এমনকি পুলিশও।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে চিনের শ্যানডং প্রভিন্সেও অনুরূপ ঘটনা ঘটেছিল। স্বামীর সঙ্গে দৈহিক সম্পর্ক পাতানোর দায়ে এক নারীর উপর সদলবলে আক্রমণ চালিয়েছিলেন আরেক ক্ষিপ্ত স্ত্রী। স্টিলেটো হিলওয়ৈালা জুতো দিয়ে মেরে স্বামীর অবৈধ প্রেমিকাকে ক্ষতবিক্ষত করেছিলেন তিনি। সেক্ষেত্রেও ‘শিকার’কে নগ্ন করা হয়েছিল বলে জানা যায়।
জুলাই মাসে একই অভিযোগ মিলেছে ইউলিন শহর থেকেও।

বলা বাহুল্য, আলোকচিত্রীর লেন্সে ধরা পড়লেও এমন কোনো ঘটনার কথা বেমালুম অস্বীকার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪৭   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ