হিটলার যেভাবে সেক্স করতেন : মার্টিন অ্যামিস

Home Page » এক্সক্লুসিভ » হিটলার যেভাবে সেক্স করতেন : মার্টিন অ্যামিস
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪



inde4444444444x.jpg

স্টাফ-রিপোটার:বঙ্গ-নিউজ:হিটলারের যৌনজীবন নিয়ে চমকপ্রদ তথ্য দিয়েছেন ব্রিটিশ সাহিত্যিক মার্টিন এমিস। অ্যাডলফ হিটলার তার সঙ্গিনী ইভা ব্রাউনের সঙ্গে সঙ্গম করতেন তাকে না স্পর্শ করেই। মার্টিনের কল্পনায় বান্ধবীর সঙ্গে হিটলারের সঙ্গমচিত্র ফুটে উঠেছে যা তিনি টেলিগ্রাফকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
এই লেখক তার বক্তব্যে বলেন, হিটলারের মাঝে যৌন-সংক্রান্ত কোনো আচরণ প্রকাশ পেতো না এবং তিনি পরিচ্ছন্নতার বিষয়ে খুঁতখুঁতে ছিলেন। তাই বান্ধবীকে না ছুঁয়ে বরং তাকে দেখেই তিনি উত্তেজনার চূড়ান্তে পৌঁছতেন। ওই বিশেষ সময়ে হিটলার তার আন্ডারপ্যান্টের নিচে অতি পরিষ্কার-পরিচ্ছন্ন পেপার ন্যাপকিন ব্যবহার করতেন। সম্ভবত ইভা নিরাপদ দূরত্বে থেকে বিবসনা হতেন এবং হিটলার তাকে দেখে উত্তেজিত হতেন। আর এভাবেই ইভার ভালোবাসায় সিক্ত হতেন তিনি।
অ্যামির সর্বসাম্প্রতিক উপন্যাস ‘জোন অব ইন্টারেস্ট’-এর কাহিনীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উঠে এসেছে। ‘চেল্টেনহাম লিটারেচার ফেস্টিভাল’-এ এক সাক্ষাৎকারে হিটলারের যৌনজীবন সম্পর্কে কথা বলেন তিনি।
মার্টিন আরো বলেন, ইতিহাসবিদদের হিটলারের যৌনজীবন সম্পর্কে কোনো তথ্য নেই। হিটলারকে অনেকেই বোঝেন না। অনেকেই বোঝেন না তিনি কী নিয়ে এগিয়ে গেছেন। আবার বিষয়টিকে একেবারে সাদামাটা করে উপস্থাপন করার চেষ্টা আমার নেই। হিটলারের অনেক কিছুই আমরা বুঝবো না যদি যৌনজীবনে তাকে অক্ষম বলে ধরি এবং তা না জানার চেষ্টা করি। একজন মানুষ সমকামী নাকি উভকামী অথবা অক্ষম, এর সবকিছু বোঝা যাবে যৌনতার মাধ্যমে।
হিটলারের যৌনজীবন নিয়ে তিন ধরনের বিষয় আমার সামনে উঠে আসে, বলেন মার্টিন। প্রথমটি হলো, হিটলার স্বাভাবিক ছিলেন। সে ক্ষেত্রে আপনার কল্পনায় হিটলার কীভাবে আসেন? আপনি কী ভাবতে পারেন, হিটলার রোমান্টিক মুডে ইভার কপালে চুম্বন করছেন? অথবা তিনি প্রেমিক পুরুষ হয়ে উত্তেজিত হয়ে ইভার সঙ্গে যৌন মিলন করছেন? কেউ-ই এটা চিন্তাই করতে পারবে না। কাজেই একে বাদ দিন। অন্য একটি চিন্তা হলো, যৌন আচরণের কোনো লক্ষণ না থাকা। আর তৃতীয়টি হলো, যৌনকর্ম থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখা। যে মানুষটি তার চিকিৎসকের সামনে কাপড় খুলতে আপত্তি জানাতেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে ব্যাপক খুঁতখুঁতে ছিলেন, তিনি কীভাবে জৈবিক চাহিদা মেটাতেন?
সূত্র : টেলিগ্রাফ

বাংলাদেশ সময়: ১৯:১৮:১২   ৫৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ