হুদহুদে মৃতের সংখ্যা ২১

Home Page » আজকের সকল পত্রিকা » হুদহুদে মৃতের সংখ্যা ২১
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪



image_77333_0.jpgডেস্কঃঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হুদহুদের তাণ্ডবে অন্ধ্র উপকূলে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে । মঙ্লবার নতুন করে ১৬ জনের মৃতদেহ উদ্ধার হওয়ার পর এ সংখ্যা দাঁড়ালো। আর এসব মৃত্যুর বেশির ভাগই ঘটেছে গাছ ভেঙে পড়ার ফলে।
অন্ধ্রপ্রদেশের বিপর্যয় মোকাবিলা বিভাগের স্পেশাল কমিশনার কে হিমাবতী জানান, শেষ খবর পর্যন্ত বিশাখাপত্তমে ১৫ জন, বিজয়নগরে ৫ জন ও শ্রীকাকুলামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উত্তর উপকূলে এখনো ভারী বৃষ্টিপাত হবে বলে জানা গেছে। নিম্নচাপ ঘনীভূত হয়ে আছে দক্ষিণ ছত্তিশগড়েও। আগামী ২৪ ঘণ্টায় ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হুদহুদ সৃষ্ট ধসের কারণে চার লাখেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নেয়া হয়েছে। এর মধ্যেই বিশাখাপত্তমের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় এক লাখ ৩৫ হাজার মানুষ। অন্ধ্রপ্রদেশের চার জেলার দুই লাখ ৫০ হাজার এবং ওড়িশার নয় জেলা থেকে এক লাখ ৫৬ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানা গেছে। সরেজমিন পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল বুধবার হেলিকপ্টারে দুর্গত এলাকা ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অন্যদিকে, এই ঘূর্ণিঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশাখাপত্তম বিমানবন্দরের। ঝড় শুধু টেলিফোন ও বিদ্যুৎ ব্যবস্থাকেই নষ্ঠ করেনি, উড়িয়ে নিয়ে গেছে বিমানবন্দরের ছাদও। সংস্কার কাজ চলায় ওই বন্দরে সব ধরণের বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ১৯০ কিলোমিটার দূরের রাজামুন্দ্রে বিমানবন্দর থেকে বিমান ধরতে হচ্ছে তাঁদের।
বিশাখাপত্তমের পুলিশ কমিশনার অতুল সিং জানিয়েছেন, রানওয়ে অক্ষত রয়েছে। ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের ক্ষয়ক্ষতিও গুরুতর নয়। তাই আগামী দু তিনদিনের মধ্যেই এ পরিসেবা ফের চালু হবে।

বাংলাদেশ সময়: ১৪:৪০:৪১   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ