ভালোবাসার কথাটি যেভাবে জানাবেন মনের মানুষকে

Home Page » এক্সক্লুসিভ » ভালোবাসার কথাটি যেভাবে জানাবেন মনের মানুষকে
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪



images44444.jpg

স্টাফ-রিপোটার:বঙ্গ-নিউজ: আপনি একজনকে ভালবেসে ফেলেছেন কিন্তু বলতে পারছেন না? দরকার নেই মুখ ফুটে বলার। কয়েকটি আচরণে জানিয়ে দিন যে আপনি তার প্রতি আগ্রহী। কিন্তু কীভাবে? প্রথমত এক্ষেত্রে একটু সাবধান তো হতেই হবে। এরপর সাতটি কাজ করে ফেলুন। তিনি যদি সাড়া দেন তবে বুঝবেন তিনিও ভালোবাসেন আপনাকে। আর সাড়া না দিলে নিজেকে সরিয়ে নিন নিজেই।

১. সবসময় একসাথে থাকার চেষ্টা করুন : এটা জানা কথা যে পছন্দের মানুষটির সাথে সবসময় থাকতে ইচ্ছা করে, কথা বলতে ইচ্ছা করে। আপনিও চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। চেষ্টা করুন প্রতিদিন তার সাথে কিছু সময় কাটাবার। এভাবে মৌন থেকেও তাকে জানিয়ে দিতে পারেন আপনার ভালোলাগার কথাটি।

২. প্রশংসা করুন : কারও অতিরিক্ত প্রশংসা একজনকে অবশ্যই ভাবিয়ে তোলে। আর এভাবেই আপনি পছন্দের মানুষটির মনে স্থান করে নিতে পারেন। এমনিতেই অবশ্য পছন্দের মানুষটির সবকিছুই আপনার কাছে ভালো লাগবে। তারপরও বেশি বেশি করে তার প্রশংশা করুন। দেখবেন কাজ হয়ে যাবে।

৩. উপহার দিন : যেকোনো মানুষই উপহার পেতে বেশ পছন্দ করেন। আপনি আপনার পছন্দের মানুষটিকে বেশি বেশি উপহার দিতে পারেন। এতে করে উপহারগুলো তাকে ভাবাবে এবং আপনার আগ্রহের বিষয়টি স্পষ্ট করবে।

৪. অনুভূতিগুলো অন্যভাবে প্রকাশ করুন : কাউকে ভালোলাগার অনুভূতি সত্যিই অদ্ভুত ধরনের হয়ে থাকে। একমাত্র যারা এই অবস্থায় পড়েছেন তারাই বুঝবেন। অনুভূতিগুলো তার কাছে প্রকাশ করতে থাকুন। একটি বই, কবিতা বা গানের মাধ্যমে প্রকাশ করুন আন্তরিকতা। দেখবেন সে আপনার ভালোলাগাগুলোকে প্রাধান্য দিচ্ছে।

৫. বন্ধুদের এড়িয়ে চলুন : পছন্দের মানুষটির জন্য অনেক কিছুই করা সম্ভব। আপনি যখন আপনার বন্ধুদের এড়িয়ে চলবেন তখন বিষয়টি পছন্দের মানুষটির চোখে পড়বে। তাকে মাঝে মাঝে বলবেনও যে তার কারণে অন্য সবাইকে সময় কম দিচ্ছেন আপনি। কারণ তার সাথে থাকতেই বেশি ভালো লাগছে, যার ফলে সে বুঝে উঠতে পারবে আপনার মনের বিষয়টা বা তার প্রতি আপনার আগ্রহটা।

৬. তাকে বোঝান যে আপনার মনে শুধু তিনিই রয়েছেন : আপনি যে আপনার পছন্দের মানুষটিকে নিয়ে অনেক বেশি চিন্তা করছেন বা ভাবছেন এটি যে কোনোভাবে বা যেকোনো আচরণে তাকে বুঝিয়ে দিন। যেমন বলতে পারেন, আমি যেমন জীবনসঙ্গী চাই তুমি একেবারেই তেমন। বা তোমার মতো সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার ইত্যাদি।

৭. কৌতুকের ছলে প্রকাশ করুন : এমন অনেক কথাই আমরা একে অপরকে কৌতুকের ছলে বলে থাকি। এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন আগ্রহের বিষয়টি জানানোর জন্য। অর্থাৎ কৌতুকের ছলেই আপনার তার প্রতি আগ্রহের কথাটি তাকে জানিয়ে দিন। এতে কিছুটা কাজ হতে পারে।

বাংলাদেশ সময়: ১২:১৫:০২   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ