কাদেরকে ক্ষমা চাওয়ার দায়িত্ব দেইনি:লতিফ

Home Page » জাতীয় » কাদেরকে ক্ষমা চাওয়ার দায়িত্ব দেইনি:লতিফ
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০১৪



004_91564_02.jpg

নিজস্ব প্রতিবেদক:বঙ্গ-নিউজ:কাদের সিদ্দিকীকে ক্ষমা চাওয়ার দায়িত্ব দেইনি- এ কথা বলেছেন আবদুল লতিফ সিদ্দিকী। পবিত্র হজ নিয়ে কটূক্তি করার পর এরই মধ্যে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যপদ হারিয়েছেন লতিফ সিদ্দিকী।

বর্তমানে তিনি কলকাতা অবস্থান করছেন। আর সেখান থেকেই সোমবার সন্ধ্যায় বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে লতিফ সিদ্দিকী তার বক্তব্যে অনঢ় থাকার কথা ঘোষণা দিয়েছেন। তবে এ সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার বক্তব্যের অংশবিশেষ প্রচার করা হচ্ছে। পুরোটা সামনে না এনে তার বক্তব্যকে ভিন্ন অর্থ দেওয়ার চেষ্টা চলছে।

আবদুল লতিফ সিদ্দিকী গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির একটি অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তি করেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মন্তব্য করেন তিনি।

এ ঘটনার পর থেকেই লতিফ সিদ্দিকীকে নিয়ে শুরু হয় নানা বিতর্ক। প্রধানমন্ত্রী দ্রুতই ঘোষণা দেন, লতিফ সিদ্দিকীকে সরকার ও দলের পদ থেকে অপসারণ করা হবে। সে ঘোষণা কার্যকর করা হয়েছে। তবে লতিফ সিদ্দিকী তার অবস্থান থেকে এখনো সরছেন না। তার ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এরই মধ্যে সংবাদ সম্মেলন করে ভাইয়ের বক্তব্যের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।

ওদিকে যুক্তরাষ্ট্র থেকে কানাডা হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করছেন লতিফ সিদ্দিকী। সোমবার সন্ধ্যায় সেখান থেকেই টেলিফোনে বিবিসির সঙ্গে কথা বলেন তিনি। লতিফ সিদ্দিকী বলেন, দেশে ফিরতে তিনি গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন।

তার ভাই কাদের সিদ্দিকীর ক্ষমা চাওয়ার প্রসঙ্গে লতিফ সিদ্দিকী বলেন, আমি তাকে ক্ষমা চাওয়ার দায়িত্ব দেইনি। তার ও আমার ভিন্ন রাজনীতি। এখানে তার ক্ষমা চাওয়ার কিছু নেই।

লতিফ সিদ্দিকী আরও বলেন, তিনি দেশে ফিরতে চান। সুযোগ পেলেই দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ০:১৩:৫৪   ৪৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ