শ্বাসরুদ্ধকর ম্যাচে হার

Home Page » খেলা » শ্বাসরুদ্ধকর ম্যাচে হার
শনিবার, ১১ মে ২০১৩



2013-05-11-13-38-31-518e49d71381d-shakib-bats-1.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ শুরুতে ধাক্কা, এরপর জয়ের সুবাস, সেখান থেকে হারের আশঙ্কা। সেই আশঙ্কার বেড়াজাল থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ। বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ হাসি হেসেছে স্বাগতিক জিম্বাবুয়ে।
আজ শনিবার শ্বাসরুদ্ধকর এক ম্যাচে জিম্বাবুয়ে জিতেছে ৬ রানে। টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৮ রান তুলেছিল জিম্বাবুয়ে। জবাবে শেষ পর্যন্ত লড়ে ৮ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে বাংলাদেশ।
ম্যাচের শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১০ রান। হাতে ছিল চারটি উইকেট। তবে শেষ ছয় বলে মাত্র তিন রান করতে সমর্থ হয় বাংলাদেশ, অন্যদিকে পতন ঘটে দুটি উইকেটের।
১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২ রানে তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাকিব আল হাসান ও শামসুর রহমানের প্রতিরোধ। হাফ সেঞ্চুরি করেন দুজনেই। ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১১৭ রান। প্রয়োজন ৩৬ বলে ৫২ রানের, হাতে নয়টি উইকেট-জয়ের সুবাসই পাচ্ছিল বাংলাদেশ। তবে পরের ওভারেই বিদায় নেন সাকিব ও শামসুর। ম্যাচের বাকিটা শুধুই হতাশার। জিম্বাবুয়ের হয়ে পানিয়াঙ্গারা তিনটি ও উতসেয়া দুটি উইকেট নেন।
দ্বিতীয় উইকেটে সাকিব-শামসুর জুটির সংগ্রহ ১১৮ রান। দলের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন সাকিব আল হাসান। মোহাম্মদ আশরাফুলের বদলে দলে জায়গা পাওয়া শামসুর রহমান করেন ৪৮ বলে ৫৩ রান। তাঁরা ছাড়া দুই অঙ্কের সংগ্রহ গড়তে পেরেছেন কেবল অধিনায়ক মুশফিকুর রহিম (২৮)।
জিম্বাবুয়ের ইনিংসের শুরুটা অবশ্য ভালো ছিল না। ম্যাচের তৃতীয় বলে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর প্রতিরোধ গড়ে তুলেন হ্যামিলটন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর।
৪৮ বলে ৫৯ রান করেন মাসাকাদজা। ২৫ বলে অধিনায়ক টেলরের সংগ্রহ ৪০ রান। দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করে দলকে খেলায় ফেরান মাসাকাদজা ও টেলর। ম্যালকম ওয়ালার ১৪ বলে ২৬ রান নিয়ে অপরাজিত থাকেন।
বাংলাদেশের সফলতম বোলার সাকিব আল হাসান। দুটি উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া সোহাগ গাজী, শফিউল ইসলাম ও মাহমুদউল্লাহ প্রত্যেকে একটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ২৩:১৯:২৭   ৪৯৩ বার পঠিত  




খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ