পাঁচ বছরের আগে কোনো মধ্যবর্তী নির্বাচন নয়

Home Page » জাতীয় » পাঁচ বছরের আগে কোনো মধ্যবর্তী নির্বাচন নয়
রবিবার, ১২ অক্টোবর ২০১৪



anisul_banglanews24_728336471.jpg

নিজস্ব প্রতিবেদক,বঙ্গ-নিউজ ডটকম:আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, পাঁচ বছর আগে কোনো মধ্যবর্তী নির্বাচন হবে-টবে না। আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছি, আর পাঁচ বছরই জনগণের সেবা করবো।

রোববার রাতে শেরপুর জেলা আইনজীবী সমিতির ১৫০ বছর পূর্তি উৎসবের সমাপনী অনুষ্ঠানে আইনমন্ত্রী একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমনন্ত্রী বলেন, গণতন্ত্রের রক্ষাকবচ হলো আইনের শাসন। এই আইনের শাসন তখনই প্রতিষ্ঠিত হয়, যখন সবাই মনে করে আইন সবার জন্য সমান। আওয়ামী লীগ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, ঐতিহ্যকে মেনে চলাই আইনের ধর্ম। আইনজীবীরা যুগ যুগ ধরে এই ঐতিহ্যকে মেনে চলে। এজন্য আইনজীবীদের আগে আইন মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেরা আগে আইন মেনে অন্যদের তা শেখাতে হবে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী জেলা আইনজীবী সমিতির দাবির পরিপ্রেক্ষিতে জেলা বারের কল্যাণ তহবিল ও পাঠাগারের জন্য ৩৫ লাখ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেন। একইসঙ্গে চলতি অর্থ-বছরেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ কাজ শুরুর ঘোষণা দেন।

শেরপুর জেলা বারের ২নং ভবনে ১৫০বছর পূর্তি উৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হুইপ আতিউর রহমান আতিক, জেলা ও দায়রা জজ রবিউল আলম, জামালপুরের জেলা ও দায়রা জজ নাসিমা আনোয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন এবং বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন বারের কর্মকর্তারা।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

পরে বিশিষ্ট সংগীত শিল্পী বারি সিদ্দিকীর মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে শেরপুর জেলা আইনজীবী সমিতির ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের সার্ধশত বার্ষিকীর দিনব্যার্পী উৎসব শেষ হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৩৯   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ