ঝিনাইদহে ১১ দিনেও খোঁজ মেলেনি সেনা সদস্যের

Home Page » জাতীয় » ঝিনাইদহে ১১ দিনেও খোঁজ মেলেনি সেনা সদস্যের
রবিবার, ১২ অক্টোবর ২০১৪



news_img.jpgএ. এস. এম. ফারহান, বঙ্গ-নিউজ ডটকমঃ ২ অক্টোবর কর্মস্থল থেকে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন ঝিনাইদহের মহেশপুর উপজেলার সাবাসপুর গ্রামের সেনা সদস্য ওবায়দুল হক (৩৪)। গত ১১ দিনেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তিনি বগুড়া সেনানিবাসের ১১ বি ইউনিটে কর্মরত ছিলেন।

নিখোঁজ ওবায়দুল হকের ছোট ভাই মফিজুল হক জানান, বর্তমান কর্মস্থল বগুড়া থেকে ঈদ করতে এবার তার ছুটি নিয়ে বাড়িতে আসার কথা ছিল। ২ অক্টোবর বিকালে তিনি সেনানিবাস থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় মুঠোফোন থেকে কল করে বাড়িতে জানান, তিনি নাটোর পর্যন্ত এসেছেন। এরপর তিনি পাবনার দাশুড়িয়ার মোড় থেকে কুষ্টিয়ার বাস ধরবেন বলে জানান। সন্ধ্যা ৭ টার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

মফিজুল হক আরও জানান, এ ঘটনা সেনা কর্তৃপক্ষকে জানালে ৪ অক্টোবর সন্ধ্যায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসগার আলী বগুড়ার শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তার স্ত্রী আসমা খাতুন জানান, তার সাথে এবং তার ছেলের সাথে কথা বলার কিছুক্ষণ পর থেকে তার মোবাইলে আর সংযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে র‌্যাব-৪ ও র‌্যাব-৬ এর কাছে অভিযোগ করা হয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, বিষয়টি তিনি জানেন। ইতোমধ্যে বিভিন্ন থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৫:১৩   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ