সেন্টমার্টিনে আটকাপড়া পর্যটকরা ফিরতে পারেননি

Home Page » প্রথমপাতা » সেন্টমার্টিনে আটকাপড়া পর্যটকরা ফিরতে পারেননি
রবিবার, ১২ অক্টোবর ২০১৪



lp_st-martin.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ এর প্রভাবে কক্সবাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়া তিন শতাধিক পর্যটক এখনো ফিরতে পারেননি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার থেকে আটকা পড়ে আছেন এসব পর্যটক।

সর্বশেষ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন বঙ্গনিউজকে জানান, দ্বীপে প্রায় সাড়ে ৩শ’ পর্যটক আটকে আছে। তাদের সার্বিক নিরাপত্তা ও যাতে কোনো প্রকার ভোগান্তি না হয় সে ব্যাপারে তারা সজাগ রয়েছেন।

ইতোমধ্যে প্রশাসনের আহ্বানে এসব পর্যটকের জন্য দ্বীপের সবচেয়ে বড় ব্লু মেরিন আবাসিক হোটেলটি ফ্রি করে দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে দ্বীপে সবক’টি রেস্তোঁরায় পর্যটকদের নামমাত্র মূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে। ফলে, এসব পর্যটকরা নিরাপদে রয়েছেন বলে জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন বঙ্গনিউজকে জানান, আবহাওয়া স্বাভাবিক হলে টেকনাফ থেকে জাহাজ গিয়ে আটকা পড়া পর্যটকদের টেকনাফে ফেরত আনা হবে।

সূত্র জানিয়েছে, ঈদের পর থেকে ৩টি জাহাজে প্রতিদিন গড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণে যাচ্ছেন। এর মধ্যে অনেকেই দ্বীপে রাতযাপন করছেন। ফলে, সাগর উত্তাল থাকায় শনি ও রোববার কোনো জাহাজ দ্বীপে যায়নি। ফলে ওখানে আটকা পড়েছে সাড়ে ৩শত পর্যটক।

এদিকে, কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, হুদহুদের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়েরের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে ৪/৫ ফুট। বাংলাদেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। স্বাভাবিক অবস্থার চেয়ে জোয়েরের পানি বৃদ্ধি পেয়েছে ৪ ফুটের মতো।

অপরদিকে, সাগর উত্তাল থাকায় কক্সবাজার উপকূলে ফিরেছে বেশ কয়েকটি ট্রলার। কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বঙ্গনিউজকে জানান, ৫ অক্টোবর থেকে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় এখন সাগরে কোনো বোট নেই। ফলে, দুর্যোগপূর্ণ আবহওয়ায় নৌ দুর্ঘটনার তেমন কোনো আশঙ্কা নেই।

** দুর্বল হয়ে উত্তরে সরে যাচ্ছে হুদহুদ
** বিশাখাপত্তম অতিক্রম করছে হুদহুদ
** হুদহুদের প্রভাবে ভোলায়‌‌‌ ঝোড়ো বাতাস, নিম্নাঞ্চল প্লাবিত

বাংলাদেশ সময়: ১৯:০০:৩৯   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ