শ্রীদেবীর নামে ছবি বলেই এতো কাণ্ড!

Home Page » বিনোদন » শ্রীদেবীর নামে ছবি বলেই এতো কাণ্ড!
রবিবার, ১২ অক্টোবর ২০১৪



image_43521_0.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ২৫ বছরের এক নারীকে ঘিরে কিশোরের অদম্য যৌন আকর্ষণ- এটাই রামগোপাল ভার্মার পরবর্তী ছবি ‘শ্রীদেবী’র বিষয়বস্তু। গল্প হিসেবে বিষয়টি মোটেই ভালো লাগছে না অভিনেত্রী শ্রীদেবীর। তাই তিনি নাম বদলাতে বলে রামগোপালকে উকিল নোটিশ পাঠিয়ে দিয়েছেন। নাম না পাল্টালে পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করে দিয়েছেন ৫০ বছর বয়সী এই অভিনেত্রী।

ছবিটির দৃশ্যধারণ শেষ। কিছুদিন আগে প্রকাশ করা হয়েছে বেশকিছু পোস্টার। পোস্টার দেখে শ্রীদেবী আরও ক্ষেপেছেন। পোস্টারে দেখা যাচ্ছে, শাড়ি পরা নারীর উন্মুক্ত কোমর। সেদিকে কিশোরের দুষ্টুমিভরা চাহনি।

নাম পরিবর্তনের বিষয়ে শ্রীদেবীর সঙ্গে সুর মিলিয়েছেন তার স্বামী বনি কাপুর। শুধু নাম পাল্টালেই হবে না। পরিবর্তনের বিষয়টি লিখিতভাবে জানাতে হবে তাদেরকে। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিঃশর্ত ক্ষমাও চাইতে হবে। বনি কাপুরের দাবি, বলিউডে শ্রীদেবীর ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ। বয়সে বড় এক নারীর প্রতি কিশোরের যৌন আকাঙ্ক্ষা, কৌতূহল, আকর্ষণ- এমন বিষয়ের সঙ্গে তার নাম জড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

এদিকে পুরো ঘটনায় বেশ বিপাকে পড়েছেন রামগোপাল ভার্মা। কারণ, শ্রীদেবীর ভক্ত তিনি। তার কাছ থেকে এমন ব্যবহার রামগোপালের কাছে পুরোপুরি অনাকাক্সিক্ষত। তিনি বলছেন, ‘এখনকার বিজ্ঞাপনে পণ্য বিক্রি করতে যেভাবে যৌনতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তা থেকে কিশোররা কীভাবে পর্নোগ্রাফির দিকে ঝুঁকে পড়ে- সেটাই দেখানো হয়েছে এ ছবিতে।’

কিন্তু রামগোপালের এ যুক্তিতে সম্ভবত কাজ হচ্ছে না। শ্রীদেবী ও বনি কাপুর দম্পতি ঠিকই নিজেদের সিদ্ধান্তে অটল।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৩০   ৩২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ