নিরাপদ আশ্রয়ের সন্ধানে উপকূলবাসী

Home Page » এক্সক্লুসিভ » নিরাপদ আশ্রয়ের সন্ধানে উপকূলবাসী
রবিবার, ১২ অক্টোবর ২০১৪



image_76825_0.jpgডেস্ক রিপোর্টঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ সুপার সাইক্লোনে রূপ নিয়ে ধেয়ে আসছে। এর প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। এ খবরে শনিবার রাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সুন্দরবনের উপকূল ঘেঁষা বাগেরহাটেও। আতঙ্কিত লোকজন নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি শুরু করেন। হুদহুদের প্রভাবে ইতিমধ্যেই সুন্দরবনসহ উপকূলের চর ও নিম্নাঞ্চলে এক থেকে দুই ফুট পানি বেড়ে গেছে। রাত থেকে শুরু হয়েছে অঝোর বৃষ্টি।রোববার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সুপার সাইক্লোন হুদহুদের প্রভাবে সুন্দরবন উপকূলবর্তী অঞ্চল আক্রান্ত হতে পারে। এ কারণে সেখানকার সাড়ে ৪ লাখ মানুষকে ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।
জানা গেছে, পশ্চিমবঙ্গের পর্যটনকেন্দ্র দিঘায় জলোচ্ছ্বাস হয়েছে। উপকূলে সাত থেকে আট ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে। পর্যটকরা দিঘা ভ্রমণ বাতিল করে নিরাপদ আশ্রয়ে ফিরে গেছেন। ভারতের এ সংবাদ ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের সুন্দরবন উপকূলের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুন্দরবনসহ শরণখোলা ও মংলার উপকূলবর্তী এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, আতঙ্কিত লোকজন নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি শুরু করেছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমির হোসাইন চৌধুরী জানান, হুদহুদের কারণে সুন্দরবন থেকে পর্যটকরা লোকালয়ে চলে এসেছে। শুঁটকিপল্লিতে থাকা জেলে বহদ্দার ও বন কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
সুপার সাইক্লোনটি গতি পরিবর্তন করে বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা দেখা দিলে সুন্দরবন থেকে জেলে বহদ্দার ও বন কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনা হবে বলেও জানান এই কর্মকর্তা।
-

বাংলাদেশ সময়: ১৩:১৫:৩৫   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ