তারদেল্লির জোড়া গোলে ব্রাজিলের জয়

Home Page » এক্সক্লুসিভ » তারদেল্লির জোড়া গোলে ব্রাজিলের জয়
রবিবার, ১২ অক্টোবর ২০১৪



hayaha20141011191956.jpgডেস্ক : বেইজিংয়ের বার্ডস নেস্ট নামে পরিচিত অলিম্পিক স্টেডিয়ামে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ‘সুপার ক্লাসিকো’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার এ লড়াইটা হয়েছে দুই বন্ধু লিওনেল মেসি ও নেইমারের মধ্যেও। সেই লড়াইয়ে জিতেছেন নেইমার। দিয়েগো তারদেল্লির জোড়া গোলে ব্রাজিল পেয়েছে ২-০ ব্যবধানের জয়।

এশিয়ান সফরের ‘সুপার ক্লাসিকো’তে সূচনাটা দারুণ হয় ব্রাজিলের। ২৮ মিনিটে তারদেল্লির গোলে এগিয়ে যায় সেলেকাওরা।

৩২ ‍মিনিটে ব্রাজিলের স্কোর দ্বিগুণে পরিণত করার সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি।

এরপর ৩৯ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ব্রাজিলের গোলপোস্টের খুব কাছে ডি মারিয়াকে বাজেভাবে ট্যাকেল করেন দানিলো। তাই হলুদ কার্ড দেখতে হয়েছে ব্রাজিলের ডিফেন্ডারকে।

পেনাল্টি পায় আর্জেন্টিনা। শট নিতে এসে ব্যর্থতার পরিচয় দেন মেসি। জেফারসনের দক্ষতায় পেনাল্টি মিস করেন তিনি। বাঁ পায়ে নেওয়া মেসির শটটি ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক জেফারসন। আর্জেন্টিনার আর সমতায় ফেরা হলো না।

১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় নেইমারের ব্রাজিল। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও ব্রাজিল তাদের আধিপত্য ধরে রাখে। ৫০ মিনিটে আর্জেন্টিনার পক্ষে আরেকটি সহজ সুযোগ মিস করেন ডি মারিয়া।

ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বল নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হয়েছে ঝটিকা ঠোকাঠুকিও। ৬৮ মিনিটে সেই তারদেল্লির গোলে ব্রাজিলের গোল ব্যবধান ২-০তে পরিণত হয়।

৭৯ মিনিটে মেসিকে বাজেভাবে ট্যাকেল করেন ব্রাজিলের ডিফেন্ডাররা। আর তাতে রেফারি ফ্রি-কিকের নির্দেশ দেন। এবারও আর্জেন্টিনাকে গোল এনে দিতে পারেননি অধিনায়ক মেসি।

এর ঠিক দুই মিনিট পর নেইমার আরেকটি সুযোগ পান। কিন্তু বলটি গোলবারের ওপর দিয়ে জালে গিয়ে পড়ে।
দীর্ঘ ১৮ মাস পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন কাকা। ৮২ মিনিটে তারদিলের বদলি খেলোয়াড় হিসেবে সুযোগ পান তিনি।

ম্যাচের অতিরিক্ত সময়ে নেইমারকে মাঠ থেকে উঠিয়ে নেন ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা। কাকার হাতে আর্মব্রান্ড পরিয়ে দেন নেইমার।

উল্লেখ্য, আর্জেন্টিনা ও ব্রাজিল এ পর্যন্ত ৯৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে জয়ের পাল্লাটা আর্জেন্টিনার দিকে একটু ভারি। আর্জেন্টিনার ৩৬ জয়ের বিপরীতে ব্রাজিল জয় পেয়েছে ৩৫টি ম্যাচে। অপর ২৪টি ম্যাচ ড্র হয়, অর্থাৎ দুই দলের কেউ জেতেনি আবার কেউ হারেনি।

এদিকে, বিশ্বকাপে চার বারের সাক্ষাতে আর্জেন্টিনার একটি জয়ের বিপরীতে ব্রাজিল জয় পেয়েছে দুটিতে। অপর ম্যাচটি ড্র হয়।

বাংলাদেশ সময়: ৮:০৬:০৫   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ