ভাষাসৈনিকের মরদেহ ঢাকা মেডিক্যালে হস্তান্তর……

Home Page » আজকের সকল পত্রিকা » ভাষাসৈনিকের মরদেহ ঢাকা মেডিক্যালে হস্তান্তর……
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০১৪



matin20141009133842.jpgতমালঃবঙ্গ-নিউজ:প্রয়াত ভাষাসৈনিক আবদুল মতিনের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় মরহুমের স্ত্রী গুলবদন নেছা তার স্বামীর মরদেহ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। ঢাকা মেডিকেল কলেজের উপ-উপাধ্যক্ষ ডা. মো. শফিকুল আলম চৌধুরী মরদেহ গ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজের এনাটমির শিক্ষার্থীদের গবেষণার জন্য মরণোত্তর দেহ দান করেন আবদুল মতিন।
এর আগে দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত ভাষাসৈনিকের মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের অগণিত মানুষ শেষ শ্রদ্ধা জানান ভাষাসৈনিককে।

বঙ্গবন্ধু মেডিক্যালের পক্ষ থেকে প্রথমে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকসহ কয়েকজন আইনজীবী শ্রদ্ধা জানান।

এরপর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে ফুল দেন।
বুধবার সকালে ভাষাসৈনিক আবদুল মতিন মারা যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

গত ১৮ আগস্ট স্ট্রোক করার পর প্রথমে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য পরে তাকে বঙ্গবন্ধু মেডিক্যালে স্থানান্তর করা হয়। এর দুই দিন পর থেকে তিনি আইসিইউতেই ছিলেন। গত শুক্রবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

আবদুল মতিন মরণোত্তর দেহদান করে গেছেন। গত রোববার পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে দেহদানের বিষয়টি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়।

প্রায় ১০ বছর আগেই আবদুল মতিন দেহদানের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মেডিক্যাল হাসপাতালের শিক্ষার্থীদের জন্য মরণোত্তর দেহ দান এবং সন্ধানীকে চক্ষুদান করেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৫৭   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ