ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাবেন

Home Page » জাতীয় » ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাবেন
রবিবার, ৫ অক্টোবর ২০১৪



shak.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  মধ্যপ্রাচ্যের দেশেগুলোর সঙ্গে সম্পর্কন্নোয়নের অংশ হিসেবে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আমন্ত্রণেই তিনি দেশটি সফরে যাচ্ছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী ৩ ডিসেম্বর একদিনের সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী। এ সফরে তিনটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালয়েশিয়াতে বাংলাদেশ হাইকমিশন।

এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়ের পাশাপাশি জনশক্তি রফতানি, বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক জোরদার করার বিষয়ও গুরুত্ব পাবে আলোচনায়।

২০১৩ সালের নভেম্বরে সস্ত্রীক বাংলাদেশ সফরে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ওই সফরের ফলোআপ হিসেবেই প্রধানমন্ত্রীর এই সফর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে ইতোমধ্যে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। সফরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক, সাংস্কৃতিক সহযোগিতা এবং কূটনীতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি বিষয়ক তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা চলছে।

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার একেএম আতিকুর রহমান বঙ্গনিউজকে বলেন, এখন প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি চলছে। প্রথম সপ্তাহে সফরটি অনুষ্ঠিত হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আসুদ আহমেদ বঙ্গনিউজকে বলেন, ডিসেম্বরেই প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে যাবেন বলে আলোচনা চলছে। মালয়েশিয়ার প্রধামন্ত্রীর বাংলাদেশ সফরের ফলোআপ হিসেবে শেখ হাসিনার এই সফর। সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা চুক্তিও স্বাক্ষর হতে পারে। তবে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১:২৬:২৬   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ