ঈদের আনন্দ কর্মস্থলে !

Home Page » প্রথমপাতা » ঈদের আনন্দ কর্মস্থলে !
রবিবার, ৫ অক্টোবর ২০১৪



nira_382117368.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  ঈদের বাকী আর মাত্র একদিন। ৬ অক্টোবর ঈদ। ঈদের ছুটির আগে শুক্র-শনি অফিস আদালত বন্ধ থাকায় ছুটির পাল্লা ভারী হয়েছে। ছুটি পেয়ে অনেকে গ্রামের বাড়িতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করার জন্য ছুটছেন।সবাই কি পরিবার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে ঈদের আনন্দ পাওয়ার জন্য গ্রামের বাড়িতে ছুটেছেন? না, অনেকেই আবার ঈদে বাড়ি যেতে পারছেন না। পারছেন না প্রিয়জনকে ঈদ আনন্দ দিতে। তারা থাকবেন নিজ কর্মস্থল ঢাকায়।

প্রিয়জনদের রেখে কাজের মধ্যেই ঈদের আনন্দ খুঁজে নেবেন ছুটিবঞ্চিত এসব কর্মজীবী মানুষ। নিরাপত্তারক্ষী, চিকিৎসক, গণমাধ্যমকর্মী, আইন শৃংখলাবাহিনীর বেশির ভাগেরই ছুটি নেই ঈদে।

ছুটি না থাকলেও হাসিমুখে নিজ নিজ দায়িত্ব পালন করছেন তারা। তবে প্রতিদিনের চেয়ে কর্মব্যস্ততা কম কারণ প্রিয়জনকে সাথে নিয়ে ঈদ করতে শহর ছেড়েছেন সাধারণ মানুষ।

মালিবাগ বেসরকারি একটি ব্যাংকের এটিএম বুথে পাহারাদার হিসেবে কর্মরত নড়াইলের মো. ওহাব মিয়া (৫৫)। তিনি বঙ্গনিউজকে বলেন, ৪ বছর ধরে ব্যাংকের বুথে চাকরি করে আসছি। ঈদে পালাক্রমে ছুটি নিতে হয়।

তিনি বলেন, গত রোজার ঈদে ৩দিনের ছুটি কাটিয়েছি। এই ঈদে আর ছুটি পাইনি। তবে অভ্যাস হয়ে গেছে। আগের মত আর খারাপ লাগে না।

খিলগাঁও তালতলা এলাকার গৃহকর্মী দিলারা (৪০) বলেন, ঈদে কখনও ছুটি পাইনি। ঈদের পর কয়েকদিন ছুটি নিয়ে গ্রামে যাব। ঈদের সময় বাসায় অনেক কাজ থাকে বলে ছুটি নিতে পারি না।

চিকিৎসক আর রোগীদের সম্পর্ক নিয়ে আলোচনা সমালোচনা অনেক। কিন্ত ঈদের সময় আনন্দের অভিজ্ঞতাই বেশী। ঈদে রোগী সেবার মধ্যে আনন্দ যেন অনেক বেশি বলেন, ডা: ইমরান আহমেদ।

এসআই ফিরোজ আহমেদ বলেন, কর্মজীবনে হুট করেই ঈদে ছুটি বাতিল হয়ে যাওয়ার হিসেব অনেক। তারপরও হাসিমুখে কাজ করে যেতে হয়।

তিনি বলেন, কষ্ট-বেদনা অনেক, তবে চাকরির ধরন বা দায়িত্ব-কর্তব্যটাই তাদের সান্তনা।

পুলিশ ও চিকিৎসকের কাজ সাধারণ মানুষ কিংবা একেবারেই বিপদগ্রস্তদের সঙ্গে। তাই অভিযোগ অনুযোগটাও একটু বেশি। এত কিছুর পরও থেমে নেই এই মানুষগুলোর বিরামহীন পথচলা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কথা বলে জানা গেল, প্রতি ঈদে দুটি ব্যাচ করা হয়। এক ব্যাচ ঈদের ছুটি কাটায়।

কথা হচ্ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের সাথে। এসময় সিনিয়র টেলিফোন অপারেটর আঞ্জুম রশীদ বলেন, জরুরি সার্ভিসে চাকরি নেওয়ার পর থেকেই অভ্যস্ত হয়ে গেছি, এখন আর ছুটি না পেলেও খারাপ লাগে না। বরং ঈদের না পাওয়া ছুটির মধ্যেও আনন্দ খোঁজার চেষ্টা করি। ভাইরে, জীবন তো আর ছুটির জন্য থেমে থাকে না!

বাংলাদেশ সময়: ১:১৭:১৮   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ