গুগল ম্যাপ আপডেটে আরো উন্নত সব ফিচার!

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » গুগল ম্যাপ আপডেটে আরো উন্নত সব ফিচার!
শনিবার, ৪ অক্টোবর ২০১৪



site-map.pngএ. এস. এম. ফারহান, বঙ্গ-নিউজ ডটকমঃ সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল শুরু থেকেই বরাবরই গ্রাহকদের চমকে দেবার মত সুবিধা দিয়ে আসছে। আর এবার বেশ কিছু সুবিধা যোগ করলো প্রতিষ্ঠানটি তাদের গুগল ম্যাপের আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপে। লক্ষ্য করে দেখা গেছে উল্লেখযোগ্য ভাবে গুগল তাদের লেন গাইডেন্স, ট্রানজিট, অফলাইন ম্যাপ সহ অন্যান্য সব ফিচারে কম বেশি আপডেট এনেছে।নীচে ফিচার গুলো উল্লেখ করা হলো:
অফলাইন ম্যাপ:

গুগল ম্যাপে আগে যেটা হতো, অফলাইনে ম্যাপ সংরক্ষণ করা হলে সেটা ইন্টারনেট সংযোগ ছাড়া ব্যবহার করলে বিভিন্ন ফিচারের সুবিধা পাওয়া যেত না এবং এটা খুব একটা কার্যকরী ছিল না। এখন আপনি ভ্রমনের আগে যেখানে যাবেন সে জায়গা ম্যাপে খুঁজে নিয়ে “Place sheet” এ ট্যাপ করে “Save map to use offline” নির্বাচন করতে পারবেন। আপনার প্রোফাইলে অ্যাপটির উপরে ডান কোনার আইকন থেকে অফলাইন ম্যাপ অ্যাকসেস করা যাবে। ব্যবহার করেই দেখুন চমৎকার ও সহজ এই সুবিধাটি।

লেন গাইডেন্স:

ভ্রমনের সময় এখন থেকে গুগল ম্যাপ আপনাকে জানাবে কোন লেনে আপনার থাকা উচিত হবে। আপনার গন্তব্যের উপর ভিত্তি করে ভয়েস গাইডেন্স এবং স্টেপ বাই স্টেপ সুবিধা আপনাকে সবচেয়ে সুবিধাজনক লেন নির্বাচন করতে সহায়তা করবে। তবে এটা আপাতত শুধু কানাডা, জাপানের নন-হাইওয়ে রোড এবং যুক্তরাষ্ট্রের বড় বড় শহর গুলোতে কাজ করবে।

ইন্টিগ্রেশন সুবিধা:

আপনার যদি ইউবার অ্যাপ ইনস্টল করা থাকে, আপনি এখন থেকে আপনার ট্রানজিট রুট এবং হাটার রাস্তার ডিরেকশন গুগল ম্যাপের মধ্যেই কমপেয়ার করতে পারবেন। ইউবার আইকনের উপর ট্যপ করলে অ্যাপটি লঞ্চ হবে।

ট্রানজিট ও স্থানের তথ্য:

আপনি এখন থেকে রেস্টুরেন্ট, বার এবং হোটেলের খোলার সময়, কোথায় কত খরচ এবং কার কত রেটিং সেগুলোর ভিত্তিতে ফিল্টার করতে পারবেন।

আর এখন থেকে শহরের উপর ভিত্তি করে ব্যবহারকারীরা সর্বেশষ ট্রেইনের সময়ও জানতে সক্ষম হবেন।

বাংলাদেশ সময়: ২২:০৬:৫২   ৪৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ