শুধু মন্ত্রিসভা নয়, দল থেকেও লতিফকে অব্যাহতি: প্রধানমন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » শুধু মন্ত্রিসভা নয়, দল থেকেও লতিফকে অব্যাহতি: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০১৪



image_75612_0.jpgডেস্ক রিপোর্টঃমহানবী (সা), হজ ও সজিব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে শুধু মন্ত্রিসভা থেকে নয়, দল থেকেও অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন ধর্ম নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যে আমি নিজেও মর্মাহত। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য তাকে শুধু মন্ত্রিসভা থেকে নয়, দল থেকেও অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগদান, অধিবেশনে ভাষণ এবং লন্ডনে অবস্থান শেষে আজ বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন। প্রধানমন্ত্রী সকাল ৯টায় সিলেট ওসমানি বিমানবন্দরে এসে পৌঁছান এবং এক ঘন্টা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রসাশক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সংসদ সদস্য কেয়া চৌধুরী ও এডভোকেট সামছুনাহার রাব্বানী শাহানা।
উল্লেখ্য, শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৮০ জন সফরসঙ্গী নিয়ে গত ২১সেপ্টেম্বর রাতে নিউইর্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছেন। ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন। এছাড়া বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনেও বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কে অবস্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত, নেপাল, চিলি, কাতার, বেলারুশসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ১৭:২৩:১৬   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ