তারকাদের লাকি চার্ম

Home Page » বিনোদন » তারকাদের লাকি চার্ম
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০১৪



29564-lauckycharm.jpgবঙ্গ-নিউজডটকম: এরা প্রত্যেকেই খ্যাতির শিখরে। কিন্তু এরা সকলেই জানেন প্রতিভা শুধু নয়, তারকা তকমা পেতে গেলে দরকার ভাগ্য। সেই ভাগ্যের জোরেই বক্সঅফিস সদয় এদের ওপর। তাই বলিউড তারকাদের প্রায় প্রত্যেকেরই রয়েছে নিজস্ব লাকি চার্ম। দেখে নেওয়া যাক এমনই কিছু লাকি চার্ম-
সালমন খান- সল্লু মিঞার হাতের নীল স্যাফায়ার ব্রেসলেট তাঁর ছবির মতোই সুপারহিট। বাবা সেলিম খানের উপহার এই ব্রেসলেট সলমনের লাকি চার্ম। একবার পার্টিতে ব্রেসলেট হারিয়ে ফেলেন সালমন। সে যাত্রায় অস্মিত পটেলের তত্‍পরতায় সুইমিং পুলের ধার থেকে খুঁজে পাওয়া যায় সলমনের ‘জান’। সলমন মনে করেন এই ব্রেসলেট পরার পর থেকেই তাঁর জীবনে এসেছে শুধুই সাফল্য। ছবির মুক্তির ব্যাপারেও রয়েছে সলমনের কুসংস্কার। রমজানের পবিত্র মাসেই প্রতিবছর মুক্তি পায় তাঁর ছবি। এক থা টাইগার, বডিগার্ড, কিক….আর ফলাফল? একশো…দুশো…তিনশো কোটির গণ্ডি পেরিয়ে সলমনের লক্ষ্য এখন চারশো কোটির ব্যবসা।
শাহরুখ খান- সালমনের লাকি চার্ম যদি হয় ব্রেসলেট, তবে শাহরুখের লাকি চার্ম গাড়ির নম্বর প্লেট। বাদশার প্রাসাদ মন্নতে শোভা পায় মোট ছ’টি গাড়ি। যার প্রতিটারই নম্বর ৫৫৫। শাহরুখ মনে করেন এই নম্বরের মধ্যেই রয়েছে তাঁর ভাগ্যের চাকা। যদি ৫৫৫ নম্বর প্লেট না পাওয়া যায়, তবে শাহরুখ সেই গাড়ি কখনই কিনবেন না।আমির খান- অন্য দুই খানের মতো লাকি চার্ম না থাকলেও ছবি মুক্তির ব্যাপারে কুসংস্কার রয়েছে মিস্টার পারফেকশনিস্টেরও। ২০০৭ সালের ক্রিসমাসে তারে জমিন পর মুক্তির পর থেকেই আমির ডিসেম্বর মাস ও ক্রিসমাস লাকি মনে করেন আমির। এরপর থেকেই গজনি, থ্রি ইডিয়টস, ধুম থ্রি প্রতিবছরই ডিসেম্বর মাসই ছবি মুক্তির জন্য বেছে নিয়েছেন আমি। এবছরও ১৯ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে পিকে।
দীপিকা পাডুকোন- সিদ্ধি বিনায়কের ভক্ত দীপিকার পাডুকোন সব ছবি মুক্তির আগে প্রভাদেবীর সিদ্ধি বিনায়কের দর্শন করেন। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, চেন্নাই এক্সপ্রেস, রাম লীলা প্রত্যেক ছবি মুক্তির আগেই সিদ্ধি বিনায়কের আশীর্বাদ নিতে দেখা গেছে দীপিকাকে। আর বলাই বাহুল্য যে তাঁর ছবির সাফল্যই বলে দেয় বিনায়কের আশীর্বাদ তাঁর ওপর সবসময়ই বিরাজমান।
ক্যাটরিনা কাইফ- বিদেশের মাটিতে বড় হলেও ক্যাটরিনা মনে করেন আজমের শরিফই খুলে দিয়েছে তাঁর ভাগ্যের সিঁড়ি। প্রত্যেক ছবি মুক্তির আগে দরগায় যান ক্যাট। ওড়নায় মুড়ে রাখেন মুখ। দরগায় মিনি স্কার্ট পরে শুটিং করার জন্য বিতর্কের মুখেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু কোনও কিছুই টলাতে পারেনি তাঁর ভক্তি।

বাংলাদেশ সময়: ৯:২২:৩৫   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ