লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী এরশাদের

Home Page » জাতীয় » লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী এরশাদের
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪



75053_ershad.jpgবঙ্গ-নিউজ:পবিত্র হজ ও তাবলীক সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। পবিত্র ইসলামকে অবমাননা করে বক্তব্য প্রদান করায় সংবিধান লঙ্ঘন এবং মুসলীম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভুতিকে আঘাত করার জন্য লতিফ সিদ্দিকীর অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ দূত।
আজ এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ইসলামের চার স্তম্ভের অন্যতম হলো হজ্ব। অথচ তা নিয়ে লতিফ সিদ্দিকী যে জঘন্য ও কুৎসিত মন্তব্য করেছেন তার নিন্দা প্রকাশেরও ভাষা আমার জানা নেই। হজ্বের ব্যাপারে আজ পর্যন্ত অন্য কোন ধর্মাবলম্বীরাও এধরণের কুৎসিত মন্তব্য করেনি। সেখানে বাংলাদেশের মতো একটি মুসলিম অধ্যুষিত দেশে যেখানে ৯০ ভাগই মুসলিম জনগোষ্ঠী, তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার মতো লতিফ সিদ্দিকী যে জঘন্য কাজ করেছেন তা এদেশের জনগণ কখনো কোনভাবেই মেনে নেবে না। এধরণের জঘন্য কথা বলে তিনি শুধু বাংলাদেশের মানুষের মনেই নয়, বিশ্বের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের উপরে চরম আঘাত হেনেছেন। এর জন্য শুধু মা চাইলেই হবেনা, তার জন্য দেশের প্রচলিত আইনে তার বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে হবে।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে একজন ধর্মপ্রাণ মুসলিম নারী, তিনি বহুবার হজ্ব পালন করেছেন। সেখানে লতিফ সিদ্দিকীর এই উক্তির মাধ্যমে প্রধানন্ত্রীর ধর্ম বিশ্বাসের উপরেও চরম আঘাত হেনেছেন। এরশাদ বলেন, যেখানে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম এবং সংবিধান অনুসারে কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভুতিতে আঘাত করা যাবেনা, সেখানে এই লতিফ সিদ্দিকী ধর্মীয় অনুভূতিকে আঘাত করে সরাসরি সংবিধান লঙ্ঘন করেছেন। তাই সংবিধান লঙ্ঘনের দায়ে তাকে অভিযুক্ত করতে হবে।
এরশাদ বলেন, বিশ্ব ইজতেমার মাঠের বরাদ্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই দিয়ে গেছেন। তাবলীকের প্রতি বঙ্গবন্ধুর যে শ্রদ্ধা ছিল এ ব্যাপারে তাঁর পৃষ্ঠপোষকতাই সুস্পষ্ট প্রমাণ। সেই তাবলীক সম্পর্কেও লতিফ সিদ্দিকী কটুক্তি করেছেন। এই বক্তব্য দিয়ে লতীফ সিদ্দিকী মার অযোগ্য অপরাধ করেছেন। অবিলম্বে তাকে মন্ত্রী পরিষদ থেকে বহিস্কার করে গ্রেফতার করতে হবে।

বাংলাদেশ সময়: ২১:৪৩:০৭   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ