চামড়ার দাম নির্ধারণের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

Home Page » জাতীয় » চামড়ার দাম নির্ধারণের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪



lathar-525x350.jpg

বঙ্গ-নিউজ: নিজস্ব প্রতিবেদক-আল রিআন:কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে সবাইকে জানিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ তিনি। এবার আগে থেকেই চামড়ার দাম নির্ধারণের বিরোধিতা করে আসছিলেন ব্যবসায়ীরা।

চামড়ার দাম নির্ধারণে চামড়া ব্যবসায়ী ও জনগণ যেন ন্যায্য মূল্য পায় সে দিকেও নজর রাখার নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।

বাংলাদেশ ফিনিশিড লেদার অ্যান্ড লেদারগুডস অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার অ্যাসোসিয়েশন এবং খুচরা চামড়া ব্যবসায়ীদের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো জানান, চামড়া পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। ঈদের পর ৩০ দিনের মধ্যে কোনো চামড়া যাতে বিদেশে পাঠানো না যায়, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ ট্যানার অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ বলেন, ‘আমরা শুক্রবারের মধ্যেই চামড়ার দাম নির্ধারণ করার সর্বোচ্চ চেষ্টা করব।’

উল্লেখ্য, গত বছর লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকায় ৮৫ থেকে ৯০ টাকা এবং ঢাকার বাইরে ৭৫ থেকে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল। খাসির চামড়া প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ ও বকরি ৪০ থেকে ৪৫ টাকা এবং মহিষ প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা দর ঠিক করে দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩:২৭:০৩   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ