জন্মের ঠিক ৩১ ঘণ্টা ৪৬ মিনিট পর এক শিশু সাঁতার কাটলো!

Home Page » এক্সক্লুসিভ » জন্মের ঠিক ৩১ ঘণ্টা ৪৬ মিনিট পর এক শিশু সাঁতার কাটলো!
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪



swimming_bg_848955956.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সবে পৃথিবীর আলো দেখেছে চার্লস এলওয়েল। বয়স মাত্র একদিন। সারা শরীর গোলাপি রঙে মোড়ানো। আর এর মধ্যেই তুলতুলে মিষ্টি চার্লস বাবার সঙ্গে নেমে পড়লো সুইমিংপুলে!হ্যাঁ, ঠিকই পড়েছেন। পৃথিবীর অনেক কিছুই শেখার আগে ছোট্ট চার্লস সাঁতার শিখছে। বাবার সাহায্য ছাড়া যদিও সে ভেসে থাকতে পারে না, তারপরও তার চেষ্টা যথেষ্ঠ প্রশংসনীয়!

গত বৃহস্পতিবার ইংল্যান্ডের ডেভন কাউন্টির ডেরিফো হাসপাতালে জন্ম নেয় চার্লস। আর জন্মের ঠিক ৩১ ঘণ্টা ৪৬ মিনিট পর বাবা সিমন এলওয়েলের সাথে সুইমিং পুলে নেমে পড়ল সে। বলা ভালো, বাবা নামলো তার সঙ্গে। আর বাবা নামবে নাই বা কেনো!

৩০ বছর বয়সী সিমন স্থানীয় একটি শিশুদের সাঁতার স্কুলের শিক্ষক।

তারপরও, বাবা যতই সাঁতার শিক্ষক হোন, জন্মের একদিন পরেই কেন চার্লস পানিতে! এমন প্রশ্নের জবাবে বাবা সিমনের চটজলদি উত্তর, কেন নয়!

চার্লস পুরো ব্যাপারটাই খুব উপভোগ করেছে। সাঁতার শেষে জলের মধ্যে তার ঘুমিয়ে পড়াটাও বেশ মজার। আর আমার কাছেও সেটি ছিল বিশেষ এক মুহূর্ত, যোগ করেন তিনি।

এদিকে চালর্সের ১৯ মাস বয়সী বড়বোন এলিয়ানারও জলভীতি দূর করে দিয়েছেন বাবা। সে এখন বাবার সাহায্য নিয়ে বেশ ভালো সাঁতার কাটতে পারে। মা রেবেকাও সবাইকে সঙ্গে নিয়ে জলে নামার অপেক্ষায়!

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৫৮   ৩২৮ বার পঠিত  




এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ