শুধু ওজনই কমবে না, বাড়বে শক্তিও

Home Page » আজকের সকল পত্রিকা » শুধু ওজনই কমবে না, বাড়বে শক্তিও
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪



image_75259_0.jpgতমালঃবঙ্গ-নিউজঃআজকাল বেশিরভাগ মানুষই বাড়তি ওজন সমস্যায় আক্রান্ত। কেউ কেউ ওজন কমাতে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের জন্য এবার সুসংবাদ নিয়ে এসেছেন নিউইয়র্কের মাউন্ট সিনাই মেডিকেল সেন্টারের লরা ম্যানিং। তিনি বলছেন, এমন কিছু খাবার আছে যা খেলে শুধু ওজনই কমবে না, বাড়বে শক্তিও।এগুলো হলো -
কমলালেবু:
ম্যানিং বলেন, কমলালেবুতে প্রচুর ভিটামিন সি আছে; যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকা যায়। কিডনিতে পাথর জমা প্রতিরোধও করে এটি। এছাড়া এতে প্রচুর ক্যালসিয়াম আছে; যা হাড় মজবুত করে। কমলার আঁশ হজমে সহায়ক ও কোষ্ঠকাঠিন্য দূর করে। এই আঁশ রক্তের সুগার নিয়ন্ত্রণেও কার্যকর। এমনকি শীতেও অনেক রোগ থেকে সুরক্ষা দেয় কমলালেবু।
পাতা কপি:
পাতা কপিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ই, রিবোফ্লাবিন ও থায়ামিন। এগুলো শুধু ওজন কমায় না, বরং ত্বককেও ভালো রাখে। এছাড়া এতে ভিটামিন সি ও কে রয়েছে; যা হাড় ভালো রাখতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতেও এর বিকল্প নেই।
দই:
সকালের নাস্তায় দই রাখলে তা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বলে জানিয়েছেন ম্যানিং। তাই প্রতিদিন দই খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
রসুন:
রসুনের মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। তাই পরিবারের সবার জন্যই এটি খাওয়া ভালো বলে জানিয়েছেন ম্যানিং। তিনি বলেন, রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে।
মধু-চা:
ঠাণ্ডা সমস্যায় চা অনেক উপকারি। ম্যানিং বলেন, গরম খাবার শ্লেষ্মা আলগা করতে অনেক সাহায্য করে। একই ভাবে মধুও গলার জন্য অনেক ভালো।তাই চায়ের সাথে চিনির পরিবর্তে মধু মিশিয়ে খান।
চিকেন স্যুপ:
এটিও শক্তি বাড়াতে সাহায্য করে। কারণ চিকেনের প্রোটিন শরীরের কোষ ঠিক রাখে। এতে শক্তি বাড়ার পাশাপাশি ওজন কমে।সহায়ক খাবারগুলো খাওয়ার অভ্যাস গড়ে তুললে বিনা শ্রমেই বাড়বে শক্তি। তাই আর দেরি নয়। আজ থেকেই নিজের কাছে রাখুন ওজন কমানোর এসব খাবার।

বাংলাদেশ সময়: ১২:১১:০৯   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ