নিউইয়র্ক ত্যাগ লন্ডনের উদ্দেশে যাত্রা

Home Page » আজকের সকল পত্রিকা » নিউইয়র্ক ত্যাগ লন্ডনের উদ্দেশে যাত্রা
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪



image_75173_0.jpgডেস্ক রিপোর্টঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে তাঁর ৮ দিনের সরকারি সফর শেষে আজ সকালে ব্যক্তিগত সফরে মার্কিন এক বিমানে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন। প্রধানমন্ত্রীকে বহন করা ফ্লাইটটি স্থানীয় সময় ৭ টা ১৫ মিনিটে জন এফ কেনেডি বিমানবন্দর ত্যাগ করে। তিনি দু’দিন লন্ডনে অবস্থানের পর ২ অক্টোবর বৃহস্পতিবার দেশে ফিরবেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন এবং ব্যাপকসংখ্যক প্রবাসী জন এফ কেনেডি বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। শেখ হাসিনা জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছেন এবং ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেন। তিনি তাঁর ভাষণে অস্থিতিশীল বিশ্ব, নিরাপত্তা, বিশ্বের বিভিন্ন স্থানে ধর্মীয় জঙ্গীবাদ ও সহিংস উগ্রবাদের উত্থানে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব শান্তির অভিভাবক হিসেবে জাতিসংঘকে মুখ্য ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, দেশ ও জাতিসমূহের অসাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্টকারী শক্তিগুলোকে নির্মূল করার প্রয়োজন। প্রধানমন্ত্রী অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত সম্বর্ধনায় যোগ দেন। তিনি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের দেয়া মধ্যাহ্নভোজেও যোগ দেন।
শেখ হাসিনা জলবায়ু সম্মেলন ২০১৪ এর উদ্বোধনী অধিবেশনে যোগ দেন এবং সম্মেলনের ‘ন্যাশনাল অ্যাকশন অ্যান্ড অ্যাম্বিশন অ্যানাউন্সমেন্ট সেশনে বক্তব্য প্রদান করেন। তিনি গ্লোবাল অ্যাডুকেশন ফার্স্ট ইনিসিয়েটিভ শীর্ষক উচ্চ পর্যায়ের এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের বাণিজ্য নেতাদের সঙ্গে বৈঠকে নতুন বাণিজ্যিক অংশীদারিত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে তাদের সহায়তা কামনা করেন। বৈঠকে তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য নেয়া তাঁর সরকারের আর্থিক নীতি ও প্রণোদনার কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠক এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কর্মসূচির সম্মেলনে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১২:০৪:২৪   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ