স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়:মনমোহন সিং

Home Page » বিশ্ব » স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়:মনমোহন সিং
বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৩



manmohan-singh.jpgবঙ্গ-নিউজ ডটকম: পাকিস্তান-ভারতের নিয়ন্ত্রণ রেখায় দুই ভারতীয় সেনাকে নির্মম ভাবে হত্যার পর নীরবতা ভেঙে এবার প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে পাকিস্তানের সঙ্গে আর স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়। রাজধানী নয়া দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের এ ধরনের পদক্ষেপের পাল্টা জবাব প্রসঙ্গে বলেন- এ ভাবে খোলামেলা এ বিষয়ে আলোচনা করা যাবে না। তবে বেশ কড়া ভাষায় তিনি বলেন যারা এ ধরনের বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত আছেন তাদেরকে চিহ্নিত করতে হবে। এব্যাপারে পাকিস্তানের অস্বীকার করার প্রসঙ্গে তিনি বলেন, আমি আশা করি পাকিস্তান বিষয়টি বোঝার চেষ্টা করবে। প্রধানমন্ত্রী বলেছেন এখন পাকিস্তানের নেয়া পদক্ষেপের ওপরই শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে। পাকিস্তানের সেনাদের হাতে দুই ভারতীয় সেনা নির্মম ভাবে নিহত হওয়ার ঘটনায় ভারত জুড়ে ক্ষোভ চলছে। পাকিস্তানের সেনারা দুই ভারতীয় সেনার শিরশ্ছেদ করে ল্যান্স নায়েক হেমরাজের মাথা নিয়ে গেছে। ল্যান্স নায়েকের পরিবার এর পর থেকেই নিহত সেনা ফেরত আনতে পাকিস্তান সরকারকে চাপ দেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার এ ব্যাপারে বিজেপি’র সিনিয়র নেতৃবৃন্দ সুষমা স্বরাজ এবং অরুণ জেটলির সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে, এব্যাপারে যে কোন সিদ্ধান্ত সম্পর্কে তাদেরকে অবহিত করা হবে। এমন একটি স্পর্শকাতর বিষয়ে প্রধানমন্ত্রীর নীরব থাকায় বিজেপি তার তীব্র সমালোচনা করছিল। এদিকে সেনাপ্রধান বিক্রম সিংও সোমবার এ বক্তব্যে পাকিস্তানের কড়া সমালোচনা করে এর পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি এব্যাপারে বিস্তারিত কিছু না বলে কেবল বলেছেন ভারতের পছন্দমতো সময় এবং স্থানে পাল্টা জবাব দেয়ার অধিকার রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৫:১৯   ৬০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ