ভূ্ঞাপুরে মন্দির পোড়ানো মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Home Page » সারাদেশ » ভূ্ঞাপুরে মন্দির পোড়ানো মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৪



tang.jpgবঙ্গ-নিউজ ডট কম:টাঙ্গাইল: ভূঞাপুরের ফলদা গ্রামে মন্দির পোড়ানোর মামলার প্রধান আসামি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক তাহেরুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল।রোববার রাত আটটার দিকে ভূঞাপুর উপজেলার পৌর এলাকার স্লুইস গেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

টাঙ্গাইল ডিবি পুলিশের ওসি মাহফিজুর রহমান জানান, উপজেলার ফলদা গ্রামে মন্দির পোড়ানোর মামলার প্রধান আসামি তাহেরুল ইসলাম তোতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। রোববার রাত আটটার দিকে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর পৌর এলাকার স্লুইস গেট থেকে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে টাঙ্গাইল ডিবি পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।

২০১৩ সালের ১ এপ্রিল মধ্যরাতে পেট্রল ঢেলে ১১৯ বছরের পুরনো কালীমন্দির পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি সরণ দত্ত বাদী হয়ে ৫ এপ্রিল উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক তাহেরুল ইসলাম তোতাকে প্রধান আসামি করে মামলা করেন। অন্য আসামিরা হলেন নাজমুল সরকার (৩৩), মো. আব্দুল হান্নান (৪১), এরশাদ আলী (৩২), হারুন অর রশিদ (৩৬), আনিছুর রহমান জাম্বু (২৪), আব্দুল মালেক (৩২), মো. শাহ আলম (২৫), মো. আসাদ সরকার (২২), মো. নাঈম (২২), মিজানুর রহমান অন্তু (৩৪), মো. বেলাল হোসেন (৩০) ও অজ্ঞাত আরও ১০-১২ জন।

পরে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ মামলার ছয়জন আসামি জামিনে থাকলেও প্রধান আসামি তাহেরুল ইসলাম তোতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৫৯   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ