ফেসবুকে এবার কোরবানির গরুর বেচাকেনার পেজ

Home Page » এক্সক্লুসিভ » ফেসবুকে এবার কোরবানির গরুর বেচাকেনার পেজ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৪



kena.jpgবঙ্গ-নিউজ ডট কম:বাংলাদেশে ঈদকে সামনে রেখে কয়েক বছর ধরে অনলাইনে কোরবানির গরু-ছাগল বিক্রির চল শুরু হয়েছে। জনপ্রিয়তা পাওয়ায় এবার সামাজিক যোগাযোগের মাধ্যমকেও এ কাজে ব্যবহার করা হচ্ছে। কোরবানির পশু বিক্রির জন্য খোলা হচ্ছে ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুক অ্যাকাউন্ট।‘যারা হাটের ভিড়ভাট্টা পছন্দ করেন না তাদের জন্য এখানে রয়েছে অনলাইনে গরু কেনার সুযোগ’- এই কথা লেখা রয়েছে অনলাইনে কেনাকেনার একটি ওয়েবসাইটে। আমার দেশ ই-শপ নামে ওই ওয়েবসাইটে রয়েছে প্রায় ২৫০ গরুর ছবি।

কোনো কোনোটির ওপর লেখা রয়েছে ‘সোল্ড আউট’ অর্থাৎ গরুটি বিক্রি হয়ে গেছে। শুধু গরু নয়, ওয়েবসাইটে রয়েছে গরুর মালিকের ছবি, সাথে দাম, রং এবং আরো বিস্তারিত তথ্য।

এই ওয়েবসাইটটির কর্নধার সাদেকা হাসান জানান, এ পর্যন্ত তারা অর্ডার পেয়েছেন ৫০ টির। আশা করছেন ঈদের আগের দিন পর্যন্ত তাদের ওয়েবসাইটের মাধ্যমে গরু কেনা বেচা হবে দ্বিগুণের বেশি।

তিনি বলেন, ‘আমরা ৩০০ গরুর তথ্য দেবো আমাদের ওয়েবসাইটে। এগুলো একেবারে কৃষকের কাছ থেকে আনা। ছবিগুলো আপলোড করার পর তাৎক্ষণিক ভালো রেসপন্স পেয়েছি। আশা করছি বিক্রি অনেক ভালো হবে।’

অনলাইনে কোরবানির গরু-ছাগল কেনা-বেচার চল বাংলাদেশে শুরু হয়েছে গত কয়েক বছর ধরে। তবে এর ক্রেতা বেশির ভাগই শহরের মানুষ। ব্যস্ত নাগরিক জীবন আর রাস্তার যানজট ঠেলে হাটে যেয়ে গরু কেনা তাদের জন্য বিরাট ভোগান্তির বিষয়।

ঢাকায় থাকেন মাহমুদ হাসান। তিনি বলেন, ‘গত বছরের মতো এবারেও আমি অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে দুটি গরু কিনেছি। দেশের বাড়িতে পাঠিয়ে দেব সেগুলো। বাকি দুটি কিনবো আমার ঢাকার বাসার জন্য।’

কোরবানির আগে গরুকে স্বাস্থ্যবান দেখানোর জন্য মোটা তাজাকরনের বিভিন্ন ওষুধ ব্যবহারের অভিযোগ ওঠে প্রতিবছর। ক্রেতাদের সেই শঙ্কা দূর করা জন্য এসব য়েবসাইটে লেখা রয়েছে ‘১০০% স্বাস্থ্যবান দেশি গরু যা অর্ডার করতে পারেন ঘরে বসে।’ আর এই নিশ্চয়তা পেয়েও অনেকে ঝুঁকছেন অনলাইনের দিকে।

কোরবানির গরু ছাগলের জন্য শুধু ওয়েবসাইট নয় গরুর হাটের নামে বিভিন্ন পেজ খোলা হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। সেখানে ঢাকার সব বড় বড় গরুর হাটের ছবি, দাম এবং হাটের কোন দিকে গরুটি পাওয়া যাবে সেটাও বর্ণনা করা হয়েছে। এরকমই কিছু পেজ গাবতলি কাউ ক্যাটেল মারকেট, আফতাব নগর গরুর হাট, নয়াপাড়া গরুর হাট ইত্যাদি।

আর শুধু ‘গরুর হাট’ নামে চট্টগ্রামের একটি হাটের ফেসবুক পেজ রয়েছে। এসব পেজগুলো বেশির ভাগই গরুর মালিক বা ব্যক্তি পর্যায়ে পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১:৪৩:৪৪   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ