বঙ্গ-নিউজ:জামালপুর সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনা আমেরিকায় গিয়ে বলছেন আমরা নাকি ভোটে না গিয়ে ভুল করেছি, আমাদের কাফফারা দিতে হবে। আমাদের নয়, ভোট চুরির জন্য আপনাদের কাফফারা দিতে হবে।
গতকাল ইয়াওমুস সাব্ত (শনিবার) বিকেলে জামালপুর জেলা স্কুল মাঠে ২০ দলের সমাবেশে তিনি একথা বলেন। বিকেল ৩টা ৫৫ মিনিটে খালেদা জিয়া বক্তব্য শুরু করেন। তিনি প্রথমে দলের প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারকে স্মরণ করেন।
খালেদা জিয়া বলেন, এই সরকার একটি অবৈধ সরকার। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এই অবৈধ সরকারের সব কর্মকা- অবৈধ। কারন তার জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। এই আওয়ামী লীগকে সরকার মানি না।
খালেদা জিয়া র্যাবকে ‘সন্ত্রাসী বাহিনী’ আখ্যা দিয়ে এই বাহিনীর বিলুপ্তির দাবি করেন।’
বিচারক অভিশংসন আইন মানি না-
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, বিচারক অভিশংসন আইনের মাধ্যমে সরকার বিচার বিভাগকে কুক্ষিগত করার চেষ্টা করছে। এটা জনগণ মানবে না। আমরা মানি না।
তিনি বলেন, আজকে বিচারকদের কব্জায় নেওয়ার চেষ্টা চলছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ ও বিএনপির অনেক নেতাকর্মীর নামে মামলা হয়। পরে সেই আওয়ামী লীগের মামলাগুলো বাতিল করা হলেও বিএনপি নেতাদের মামলা বহাল রেখে তাদের হয়রানি করা হচ্ছে। এতেই প্রমাণিত হয় বিচার ব্যবস্থাকে তারা কুক্ষিগত কীভাবে করা হয়েছে।
বিচারকরা হাসিনার চাকরি করছে অভিযোগ করে অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘হাসিনা চাইলে কাউকে রাখতে পারে, না চাইলে কাউকে বাতিল করে দেবে। আমরা বিচারকদের এই অভিশংসন আইন মানি না।’
বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবিতে জামালপুর স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠে গতকাল বিকালে এক জনসভায় বিএনপি চেয়ারপার্সন এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, সরকার দেশে বাকশাল কায়েম করতে চায়। ১৯৭৫ সালে তারা সব পত্রিকা বন্ধ করে দিয়েছিলো। আজকেও সরকার সেই কাজ করছে। তারা সম্প্রচার নীতিমালার নামে বিরোধী দলের সংবাদ প্রচার বন্ধ করার পাঁয়তারা করছে।
যারাই টকশোতে সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের টেলিভিশনে ডাকা হয় না। এই সরকার ৭৫ সালের মতো বাকশাল কায়েমের চেষ্টা করছে, বলেন বিএনপি চেয়ারপার্সন।
র্যাবের হাতে ৩১০ বিএনপিকর্মী খুন, ৫৬ গুম-
এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) সন্ত্রাসী ও খুনি বাহিনী আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেছেন, এই র্যাব বিএনপির ৩১০ জন নেতাকর্মীকে খুন করেছে। ৫৬ জন নেতাকর্মীকে গুম করেছে।
বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোট এ জনসভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
খালেদা বলেন, দেশে চলমান এই খুন-গুম-হত্যার সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত। আওয়ামী লীগ সন্ত্রাসী-গণ্ডা-ছিনতাইকারীদের দল।
তিনি দাবি করেন, সরকার র্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। নারায়ণগঞ্জে ১১ জন মানুষকে র্যাব হত্যা করেছে। শুধু তাই নয়, র্যাব বিএনপি জোটের ৩১০ নেতাকর্মীকে হত্যা করেছে এবং ৫৬ জন কর্মীকে গুম করেছে।
আ’লীগই সন্ত্রাসবাদ-রাজাকার ও সুবিধাবাদী দল :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি নয়, আওয়ামী লীগই সন্ত্রাসবাদ, রাজাকার ও সুবিধাবাদীর দল। তারা গণতন্ত্রকে বাদ দিয়ে উন্নয়ণের নামে ব্যাংক ও বিদ্যুৎসহ সরকারি বিভিন্ন খাতে লুটপাট চালাচ্ছে। আওয়ামী লীগ থাকলে দেশ থাকবে না।
তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। বিচারকরা স্বাধীনতা হারিয়েছেন। মূলত বিচার বিভাগকে সরকারের আঁচলের নিচে নেয়ার জন্যই এ আইন।
তিনি আরো বলেন, এ সরকার অবৈধ। তাই এ অবৈধ সরকার সংসদে যেসব আইন পাস করছে তা সবই অবৈধ।
চেয়ারপারসন বলেন, বর্তমানে চলমান খুন-গুমের সঙ্গে হাসিনা সরকার জড়িত। তারা র্যাব-পুলিশ দিয়ে এগুলো করাচ্ছে। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও ছিনতাইকারীর দল। আওয়ামী লীগের জন্যই দেশের এ বেহাল অবস্থা।
তিনি বলেন, সরকার আজ চোর-বাটপারদের দুদকে বসিয়েছে। যার ফলে দুদক তাদের লোকদের দুর্নীতি থেকে অব্যাহতি দিয়েছে। আওয়ামী লীগ সরকার গণতন্ত্র রাখছে না গণতন্ত্র থাকলে তারা লুটপাট করতে পারবে।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসসহ ২০ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৪:৪৪:০৪ ৩৭৪ বার পঠিত