চট্টগ্রামে ফার্মিক ল্যাবরেটরিজ ময়দা-চিনি দিয়ে তৈরি হচ্ছে ওষুধ

Home Page » আজকের সকল পত্রিকা » চট্টগ্রামে ফার্মিক ল্যাবরেটরিজ ময়দা-চিনি দিয়ে তৈরি হচ্ছে ওষুধ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৪



image_74840_0.jpgডেস্ক রিপোর্টঃএটিই চট্টগ্রামের ফার্মিক ল্যাবরেটরিজের ওষুধ বানানোর কায়দা! অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ উৎপাদন এবং অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধকে নতুন বলে বাজারজাত করার দায়ে গতকাল বৃহস্পতিবার এ কারখানাটিকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা করা হয়েছে দুই লাখ টাকা। এ ঘটনায় দুপুরে নয়জনকে আটক করা হলেও কারখানার প্লান্ট ম্যানেজার সাধন বিশ্বাসকে দুই বছরের কারাদ দিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, ‘ওষুধ প্রশাসনের নিবন্ধন ছাড়া এ প্রতিষ্ঠানটি ওষুধ তৈরি করছিল। নোংরা পানিতে পুরনো বোতল ধুয়ে তারা পুনরায় ব্যবহার করে আসছে, তাই কারখানাটি সিলাগালা এবং এর এক কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারখানার মালিককে খোঁজা হচ্ছে।’
অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব-৭-এর এএসপি এসএম মোবাশ্বের হোসাইন জানান, এখানে উৎপাদিত অনেক ওষুধের অনুমোদন নেই। মেয়াদোত্তীর্ণ ট্যাবলেট খোসা ছড়ানোর পর ফের নতুন খোসায় ঢুকিয়ে তা বাজারজাত করা হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে সাধন বিশ্বাস জানান, ওষুধ প্রশাসনের অনুমোদন নিয়ে এবং সব নিয়ম-কানুন অনুসরণ করে এখানে ওষুধ উৎপাদন করা হচ্ছে। যেসব ওষুধের অনুমোদন নেই বলা হচ্ছে সেগুলোর অনুমোদনও প্রক্রিয়াধীন রয়েছে। আর মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ফেলে দেওয়ার জন্যই সেখানে জমানো হয়েছে।
নগরীর দক্ষিণ খুলশী জাকির হোসেন রোডের খুলশী মার্টের পেছনে একটি পাঁচতলা ভবনে কারখানাটি কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। ডা. আহমেদ রবিন ইস্পাহানী নামের এক ব্যক্তি এ কারখানার মালিক বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। সরেজমিনে দেখা যায়, ওই পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় রয়েছে প্রশাসনিক ও মান নিয়ন্ত্রণ কক্ষ।

বাংলাদেশ সময়: ৮:৩৫:১৪   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ