সরকার জামায়াতের নির্দোষদের গ্রেফতার করে জেলে ঢুকাচ্ছে : মকবুল আহমাদ

Home Page » জাতীয় » সরকার জামায়াতের নির্দোষদের গ্রেফতার করে জেলে ঢুকাচ্ছে : মকবুল আহমাদ
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৪



bji.gifবঙ্গ-নিউজ ডট কম:বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বলেছেন, প্রশাসনের নাকের ডগায় সরকারী দলের সন্ত্রাসীরা সারা দেশে হত্যা, গুম ও সন্ত্রাসী তান্ডব চালিয়ে বেড়াচ্ছে। অথচ সরকার তাদের গ্রেফতার করার পরিবর্তে প্রশ্রয় দিচ্ছে। আর জামায়াতে ইসলামীর নির্দোষ নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে ঢুকাচ্ছে এবং রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। সরকারের এ দুঃশাসন ও দ্বৈতনীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী নায়েবে আমীর বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবদুল হালিমকে গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে পুলিশ গ্রেফতার করার পর শনিবার তাকে ৩ দিনের রিমান্ডে নেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল দেয়া এক বিবৃতিতে মকবুল আহমাদ একথা বলেন।মকবুল আহমাদ বলেন, সরকার রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে। তার উপর অত্যাচারÑনির্যাতন চালিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই সরকার তাকে রিমান্ডে নিয়েছে। রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার পর তাদের রিমান্ডে নিয়ে অত্যাচারÑনির্যাতন চালানো অন্যায় ও অমানবিক কাজ।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামিকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যেই সরকার জামায়াতে ইসলামীর নেতাদের বেছে বেছে গ্রেফতার করছে। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করছে।
গ্রেফতার ও নির্যাতন বন্ধ করে মাওলান আবদুল হালিমসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১:১৫:৩২   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ