বর্তমান সরকার অবৈধ:জামালপুরের সমাবেশে খালেদা

Home Page » জাতীয় » বর্তমান সরকার অবৈধ:জামালপুরের সমাবেশে খালেদা
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৪



khaledajamal.jpgবঙ্গ-নিউজ ডট কম: ২০ দলীয় জোটের প্রধান এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার অবৈধ। ফলে এই সরকার যা করে সবাই অবৈধ।
জামালপুর জিলা স্কুল মাঠে ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত সমাবেশে একথা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন এবং সংবিধানের ষোড়শ সংশোধন, জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিল, গুম-খুন-হত্যা বন্ধের দাবিতে জামালপুর জিলা স্কুল মাঠে আজ শনিবার এই বিশাল জনসভার আয়োজন করা হয়।
বেলা ৩টা ৫২ মিনিটে সভাস্থলের মঞ্চে উঠেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এ সময় করতালি দিয়ে ও হাত নেড়ে খালেদা জিয়াকে স্বাগত জানান নেতাকর্মীরা। এছাড়াও ‘খালেদা জিয়ার আগমন-শুভেচ্ছা স্বাগতম, খালেদ জিয়ার ভয় নাই- রাজ পথ ছাড়ি নাই। খালেদা জিয়া এগিয়ে চল-আমরা আছি তোমার সাথে”সহ বিভিন্ন শ্লোগানে সভাস্থল মুখরিত হয়ে উঠে।সমাবেশে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি সংবলিত ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে সভাস্থলে উপস্থিত হচ্ছেন। তবে জনসভা শুরু হওয়ার দুই ঘন্টা আগেই সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেক নেতাকর্মীরা ব্যান্ড দল নিয়ে সভা স্থলে উপস্থিত হয়েছেন।
দুপুর ১টা ১৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়েছে। কোরআন তেলাওয়াত মাওলানা আবদুল ওয়াদুদ। সভাস্থলে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক সংরতি মহিলা সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুলসহ ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন জেলা বিজিপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহবুবুল হক, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু, এনএন তাপস পাঠান, মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংরতি মহিলা সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ভোলা মল্লিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক সজীব খান, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আলী, জামায়াত নেতা মির্জা মাজেদুল হক, জেলা ওলামা দলের আহ্বায়ক কাজী মশিউর রহমান, সদর থানা বিএনপির সভাপতি সাইদুল রহমান খোকা, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:২৬:০৬   ৩১৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ